ছুরি কাঁচির নিচে যেতেই হচ্ছে মুমিনুলকে
৩০ নভেম্বর ২০২০ ১৫:২১
প্রথাগত চিকিৎসা ও পুনর্বাসনে চিড় ধরা আঙুলের চোট কাটিয়ে মাঠে ফিরতে পারবেন না মুমিনুল হক। পুরোপুরি সেরে উঠতে ছুরি কাচির নিচে যেতেই হচ্ছে টাইগার টেস্ট দলপতিকে।
তবে করোনা পরিস্থিতিতে দেশের বাইরে তাঁর অস্ত্রোপচার দূরহ বলে মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। কেননা ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে মহামারিকালে কোয়ারেনটাইনের মতো অলঙ্গনীয় ব্যাপারও আছে। তাছাড়া এক মাস বাদেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এমতাবস্থায় অস্ত্রোপচারে কালক্ষেপণ করতে চাইছে না টাইগার ক্রিকেট প্রশাসনের মেডিকেল ইউনিট।
সোমবার (৩০ নভেম্বর) সারাবাংলাকে এতথ্য দিলেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, ওর অপারেশন লাগবে মনে হচ্ছে। দেশে নাকি দেশের বাইরে এটা আমি এখনই নিশ্চিত করে বলতে পারব না। বিদেশে এখন পাঠানোটা সহজ না। অপারেশনটা তাড়াতাড়ি করা ভালো। বিদেশ পাঠালে ভিসার ব্যাপার আছে, কোয়ারেন্টাইনের ব্যাপার আছে। তো এটা নিয়েই কথা বলছি।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে গাজী গ্রুপ চট্টগ্রামের জার্সি গায়ে মুমিনুলের আর নামা হচ্ছে না সেটা গতকালই জানা গিয়েছিল। কিন্তু উইন্ডিজ সিরিজে নামতে পারবেন তো? না, এ ব্যাপারে এখনই মন্তব্য করতে সম্মত নন দেবাশীষ।
‘এই টুর্নামেন্ট খেলতে পারছে না এটা নিশ্চিত। আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না।’
গত পরশু জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। ওইদিন রাতে করা স্ক্যান রিপোর্টে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে।
অস্ত্রোপচার টপ নিউজ টেস্ট অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুমিনুল হক