Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন মুমিনুল


২৯ নভেম্বর ২০২০ ১৬:১১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ১৬:২৪

টুর্নামেন্টের শুরুতেই শেষ হয়ে গেল মুমিনুল হকের। গতকাল জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন গাজী গ্রুপ চট্টগ্রামের এই টপ অর্ডার ব্যাটসম্যান। একদিন বাদে আজ চোটাক্রান্ত আঙুলে স্ক্যানের পর জানতে পারলেন, গুরুতর ফ্র্যাকচার আছে। ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আর খেলা হচ্ছে না তার।

রোববার (২৯ নভেম্বর) মুমিনুর নিজেই সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ ভাই, এই টুর্নামেন্ট আর খেলা হচ্ছে না। গতকাল ম্যাচের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছিলাম। স্ক্যান করিয়েছিলাম, ফ্র্যাকচার আছে। খুব শিগগিরিই ডাক্তার দেখাব। এখন পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। দোয়া করবেন আমার জন্য।’

এদিকে গাজী গ্রুপ চট্টগ্রামের ফিজিও মোহাম্মদ এনামুল হক জানালেন, ‘মুমিনুল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছে। ওর আঙুলে ফ্র্যাকচার। এই ধরণের ফ্র্যাকচার থেকে সেরে উঠতে সাধারণত চার সপ্তাহ সময় লাগে। অতএব বুঝতেই পারছেন।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ অবধি দুটি ম্যাচ খেলেছে মুমিনুল হকের গাজী গ্রুপ চট্টগ্রাম। দুটিতেই ব্যাট হাতে নেমে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন টাইগার টেস্ট দলপতি। যেহেতু সৌম্য- লিটনরা দুই ম্যাচেই বারুদে ব্যাটে দলকে জয়ের নিঃশ্বাস দূরত্বে নিয়ে গেছেন তাই তাকে আহামরি কিছু করে দেখানোর প্রয়োজন হয়নি।

তবে লক্ষ্যনীয় ব্যাপার দুই ম্যাচেই দারুণ ফিনিশিং টেনেছেন মুমিনুল। ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচে ৮ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয়টিতে খুলনার বিপক্ষেও ৫ রানে অপরাজিত ছিলেন।

গাজী গ্রুপ চট্টগ্রাম টপ নিউজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মুমিনুল হক

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর