Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিঠুনের খুশি বাঁধ ভেঙেছে


২৮ নভেম্বর ২০২০ ১৮:০৬

টুর্নামেন্টের শুরুটাই হলো দাপুটে জয়ে, যা এর আগে দেখেনি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। মোস্তাফিজ, নাহিদুল, শরিফুলদের কাঁপন ধরানো বোলিং ও সৌম্য, লিটনদের মারমার কাটকাট ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের বেক্সিকো ঢাকা উড়ে গেল ৯ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে একই দাপট। এবার একই ব্যবধানে উড়ে গেল মাহমুদউল্লাহ-সাকিবদের জেমকন খুলনা। ব্যাক টু ব্যাক জয়ে উদ্ভাসিত গাজী গ্রুপ চট্টগ্রামের দলপতি মোহাম্মদ মিঠুনের আনন্দ যেন আর ধরে না!

বিজ্ঞাপন

তবে প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রাম আরও শানিত। গেল বৃহস্পতিবার মোহাম্মদ সালাহউদ্দিনের বোলিং ইউনিট এমনই তোপ চালাল যে মাত্র ৮৮ রানে গুটিয়ে গেল ঢাকা। ৮৯ রানের লক্ষ্য চট্টলার দলটি ছুঁয়ে ফেলল মাত্র এক উইকেটের খরচায়। পক্ষান্তরে দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে দামি দল খ্যাত জেমকন খুলনা স্কোর বোর্ডে সাকুল্যে তুলেতে পারল মাত্র ৮৬ রান। ৮৭ রান করতে বন্দর নগরীর দলটিকে খরচ হল স্রেফ একটি উইকেট। সতীর্থদের এমন পারফরম্যান্সে অধিনায়ক মিঠুন তুষ্ট, তৃপ্ত ও আশান্বিত।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) জেমকন খুলনার বিপক্ষে ম্যাচ শেষে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন গাজী গ্রুপ চট্টগ্রামের দলপতি।

মিঠুন বলেন, ‘অবশ্যই, দল হিসেবে আমরা যেভাবে খেলছি সেটা খুবই সন্তোষজনক। আমি খুব খুশি দুই ম্যাচেই তিনজন ব্যাটসম্যান ব্যাটিং করেছে। তারা তাদের কাজটা করেছে ঠিকভাবে। সবাই ভালো অবস্থানে আছে। তারা সবাই তাদের কাজটা জানে। আমি বিশ্বাস করি যখন সময় আসবে তখন তারা তাদের কাজটা করবে।’

টানা দাপুটে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহী। গাজী গ্রুপের নেট রান রেট যেখানে ২.৮৭৪, সেখানে মিনিস্টার গ্রুপের নেট রান রেট ০.৬৩৯। এদিকে ঢাকা, চট্টগ্রামের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে জেমকন খুলনা।

গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা টপ নিউজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মোহাম্মদ মিঠুন

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর