Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল


২৮ নভেম্বর ২০২০ ১৮:১২

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি দুই দল। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৮ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে জেমকন খুলনাকে উড়িয়ে দিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

বরিশাল নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামলেও মিনিস্টার গ্রুপ রাজশাহীর এটি তৃতীয় ম্যাচ। নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনা হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল নিজেদের একমাত্র ম্যাচে জেমকন খুলনার কাছে হেরেছে।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, ফজলে রাব্বি, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শেখ মেহেদি, এবাদত হোসেন, মুগ্ধ, আনিসুল ইমন।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।

টস তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মিনিস্টার গ্রুপ রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর