Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের বোলিংয়ে মুগ্ধ করল গাজী গ্রুপ চট্টগ্রাম


২৮ নভেম্বর ২০২০ ১৫:০৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১৫:০৯

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে মাত্র ৮৮ রানে গুটিয়ে দিয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। বন্দরনগরীর দলটি বোলিংয়ে মুগ্ধ করল আজ দ্বিতীয় ম্যাচেও। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারকাসমৃদ্ধ জেমকন খুলনার মুখোমুখি হয়ে প্রতিপক্ষকে ৮৬ রানেই বেঁধে রেখেছে চট্টগ্রাম।

চট্টগ্রামের বোলিং আক্রমণে ভেরিয়েশনে ভরপুর। গত প্রেসিডেন্ট’স কাপ থেকেই বুঝা যাচ্ছিল, ‘ধার’ ফিরে পাচ্ছেন মোস্তাফিজুর রহমান। যুববিশ্বকাপ জয়ী শরিফুল ইসলাম দ্রুতই শিখছিলেন। এদিকে, তাইজুল ইসলাম অ্যাকশন পাল্টে সংক্ষিপ্ত সংস্করনের ক্রিকেটের ‘ধারালো’ হয়েছেন। বোলিংয়ে বাড়তি ভেরিয়েশনের জন্য মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার, নাহিদুল ইসলামের মতো বোলাররা ছিলেন চট্টগ্রাম শিবিরে। প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও মাত করল চট্টগ্রামের দারুণ বোলিং আক্রমণ।

বিজ্ঞাপন

টস জিতে খুলনাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিন থেকে আজ ওপেনিং করতে নেমেছিলেন খুলনার বড় তারকা সাকিব আল হাসান। সুবিধা করতে পারেননি সাকিব। খুলনার টপ অর্ডার দ্রুতই মুড়িয়ে দেওয়ার দায়িত্বটা পালন করেছেন নাহিদুল ইসলাম, তাইজুল ইসলামরা।

২৭ রান তুলতেই প্রথম তিন ব্যাটসম্যান এনামুল হক, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে হারায় খুলনা। তারপর অভিজ্ঞ জহুরুল ইসলাম, ইমরুল কায়েসকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন আরিফুল হক। কিন্তু মোস্তাফিজুর রহমান শেষের ওভারগুলোতে এমন কাটার বিষ ঢাললেন যে দলীয় স্কোর একশ’তে আর নিতে পারেনি খুলনা।

মোস্তাফিজ ৩.৫ ওভার বোলিং করে মাত্র ৫ রান খরচ করে চার উইকেট তুলে নিয়েছেন। ১৭.৫ ওভারে ৮৬ রানে গুটিয়ে গেছে খুলনা। দলটির পক্ষে ইমরুল সর্বোচ্চ ২২ রান করেছেন। আরিফুল ১৫, জহুরুল ১৪ রান করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের পক্ষে তাইজুল ইসলাম ৩০ রানে ও নাহিদুল ইসলাম ১৫ রান খরচায় দুটি করে উইকেট নিয়েছেন।

গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা টপ নিউজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর