টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত গাজী গ্রুপ চট্টগ্রামের
২৮ নভেম্বর ২০২০ ১৩:০৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১৩:৫৭
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে গাজী গ্রুপ চট্টগ্রাম গুড়িয়ে গিয়েছিল দলীয় রান শতক ছোঁয়ার আগেই। আর মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ঝড়ে বড় জয় ছিনিয়ে নেয় চট্টগ্রাম। এই ধারবাহিকতা ধরে রাখতে শনিবার (২৮ নভেম্বর) জেমকন খুলনার মুখোমুখি গাজী গ্রুপ চট্টগ্রাম। নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে প্রথমে বোলিং করবে গাজী গ্রুপ চট্টগ্রাম।
গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন প্রথমে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
যথারীতি ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খুলনা তাদের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে। এদিকে, চট্টগ্রাম তাদের প্রথম ম্যাচ জিতে আছে বেশ ফুরফুরে মেজাজে। দলটির তারকা কোচ মোহাম্মদ সালাউদ্দিন আগেই বলে রেখেছেন, আমাদের দল বেশ গোছালো। অধিনায়ম মিঠুনও সব দলকে হারানোর সামর্থের কথা জানিয়ে রেখেছেন।
গাজী গ্রুপ চট্টগ্রামের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, লিটন দাস, শামছুর রহমান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজু রহমান, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও জিয়াউর রহমান।
জেমকন খুলনার সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, আরিফুল হক, ইমরুল কায়েস, রিশাদ হোসেন, শফিউল ইসলাম, শহিদুওল ইসলাম, শামিম হোসেন ও জাকির হাসান।
গাজী গ্রুপ চট্টগ্রাম গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা টস