Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উইন্ডিজকে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড


২৭ নভেম্বর ২০২০ ১৭:০১ | আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ১৭:৩২

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াল নিউজিল্যান্ডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি’র প্রথমটিতে ৫ উইকেটের ব্যবধানে জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগে ব্যাট করা উইন্ডিজ নির্ধারিত ১৬ ওভারে ১৮০ তোলে, তবে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে কিউইদের সামনে ১৭৬ রানের লক্ষ্য দাঁড়ায় যা ৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই উইন্ডিজ ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং ব্রেন্ডন কিং। উদ্বোধনী জুটিতে মাত্র তিন ওভার ১ বলে ৫৮ রান তোলে এই দুই ব্যাটসম্যান তবে এরপরেই লুকি ফারগুসন ও টিম সাউদির বিধ্বংসী এক স্পেলে লণ্ডভণ্ড হয়ে যায় কিউইদের ব্যাটিং লাইন আপ। কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান তোলা থেকে মাত্র ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ।

বিজ্ঞাপন

ইনিংসের চতুর্থ ওভারে দ্বিতীয় বলে ফ্লেচারকে (৩৪) বোল্ড করেন ফারগুসন, এরপর শিমরন হেতমায়ারকে (০) তুলে নেন তিনি। পরের ওভারে বল হাতে নিয়ে টিম সাউদি তুলে নেন ব্র্যান্ডন কিং (১৩) ও রভমান পাওয়েলের (০) উইকেট। পরের ওভারে আবারও বল করতে এসে নিকোলাস পুরানের উইকেট তুলে নেন ফারগুসন। ৫৮ রানে বিনা উইকেট থেকে ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ। এরপর কাইরন পোলার্ডের ৩৭ বলের ৭৫ রানের ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

উইন্ডিজ ১৮০ রান তুললেও ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের সামনের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭৬ রানের।

১৭৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মার্টিন গাপটিলকে (৫) হারায় কিউইরা। কিউইদের দলীয় ৩৪ রানে টিম সেইফার্টের (১৭) উইকেট তুলে নেন ওশান থমাস। এরপর ডেভন কনওয়ে এবং গ্লেন ফিলিপস মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। কিন্তু ফিলিপস (২২) ও রস টেইলর (০) রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরলে ৬৩ রান ৪ উইকেট হারিয়ে ফেলে কিউইরা।

বিজ্ঞাপন

দলীয় ৭ম ওভারে উইকেটে আসা জিমি নিশাম ২৪ বলে ৪৮ রানের ঝড়ো এক ইনিংস খেলেন। কনওয়ের সঙ্গে নিশামের ৭৭ রানের জুটি কিউইদের জয়ের পথেই রাখে। তবে দলীয় ১৪০ রানে কনওয়ে (৪১) ফিরলেও দলের জয় ব্যহত হয়নি। সাতে ব্যাট করতে নামা মিচেল স্যান্টনারের ১৮ বলে ৩১ রানের মিনি টর্নেডোতে শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে ফেলে কিউইরা। আর তাতেই ১৭৬ রানের জয়ের লক্ষ্য টপকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০’তে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

কিউইদের জয় জিমি নিশাম টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ লুকি ফারগুসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর