Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আর একবার নিয়ম ভাঙলে পাকিস্তানে পাঠিয়ে দেবে’


২৭ নভেম্বর ২০২০ ১৪:২৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ১৪:৩৩

দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ইতোমধ্যেই নিউজিল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান দল, আর এর মধ্যেই কয়েকজন ক্রিকেটার সেখানে কোয়ারেনটাইনের নিয়ম ভেঙেছে। অবশ্য এটা পাকিস্তান দলের ক্রিকেটারদের জন্য নতুন কিছু নয়। এর আগে ইংল্যান্ড সফরেও কয়েকজন ক্রিকেটার নিয়ম ভাঙলে সতর্ক করা হয় তাঁদের। এরপর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগের নিরাপত্তা বলয়ও ভাঙার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডে উড়ে গিয়ে আরেক বিপদে পড়েছে পাকিস্তান। করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন সফরকারী দলের ৬ সদস্য। এদের মধ্যে চার জনের সংক্রমণের ঘটনা একেবারে নতুন। বাকি দু’জনের সংক্রমণ আগে থেকে ছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কোয়ারেনটাইন নিয়ম ভাঙায় পাকিস্তান দলকে হুঁশিয়ারি দিয়েছে নিউজিল্যিন্ড সরকার। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। সম্প্রতি একটি হোয়াটস অ্যাপ বার্তায় দলের খেলোয়াড়দের সতর্ক করেছেন ওয়াসিম খান। আর এই হোয়াটস অ্যাপ বার্তাটি পেয়েছে ইএসপিএন ক্রিকইনফো। স্বনামধন্য ক্রিকেটভিত্তিক এই সংবাদমাধ্যমই জানিয়েছে আর একবার নিয়ম ভাঙলে পাকিস্তান দলকে বাড়ি ফেরত পাঠিয়ে দেবে নিউজিল্যান্ড সরকার।

ওয়াসিম খান অডিও বার্তায় বলেন, ‘এটা পাকিস্তানের জন্য লজ্জাজনক ব্যাপার। আমি নিউজিল্যান্ডের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে আমাদের তিন-চারজন খেলোয়াড় এর মধ্যেই কোয়ারেনটাইন নিয়ম ভেঙেছে। আর এরপর যদি একবারও কেউ নিয়ম ভাঙে তাহলে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে।’

নিউজিল্যান্ড সরকারের বিশেষ অনুমতি সাপেক্ষে একটি চার্টাট বিমানের ফ্লাইটে করে দেশটিতে পৌঁছেছে পাকিস্তান দল। নিউজিল্যান্ডে পৌঁছেই অকল্যান্ডের একটি হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেনটাইন করতে হচ্ছে তাঁদের। আর সেখানেই কয়েকজন খেলোয়াড় নিয়ম ভেঙেছে। সেই প্রেক্ষিতে ওয়াসিম খান অডিও বার্তায় আরও বলেন, ‘নিউজিল্যান্ডের কোয়ারেনটাইন নিয়ে জিরো টলারেন্স নীতি রয়েছে। তারা আমাকে জানিয়েছে যে এই ১৪ দিনের ভেতর যদি একজনও নিয়ম ভাঙে তাহলে আমাদের সোজা বাড়িতে পাঠিয়ে দেবে। আর এটা এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে ছয়জন খেলোয়াড় নিউজিল্যান্ডে পৌঁছানোর পর কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। এ কারণে তাঁদের আলাদা আইসোলেশনেও রাখা হয়। কিন্তু পিসিবি দাবি করেছিল যে লাহোর থেকে ভ্রমণের আগে করা পরীক্ষায় কোনো খেলোয়াড়ের পরীক্ষায় পজিটিভ আসেনি।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এ সংক্রান্ত ব্যাপারে এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিউজিল্যান্ডে ক্রিকেট ফেরানোটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল কিন্তু তাঁর জন্য আমরা চেষ্টা করেছি। তাই আমরা সকল দলকে কোয়ারেনটাইনের নিয়ম মানার জন্য অনুরোধ করছি।’

আইন ভাঙলে ফেরত পাঠাবে কোয়ারেনটাইন নিউজিল্যান্ড সফর পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর