Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী গ্রুপ বোলারদের তোপে থরহরিকম্প ঢাকা


২৬ নভেম্বর ২০২০ ১৯:২১

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে নেমেই উড়ন্ত শুরু করল গাজী গ্রুপ চট্টগ্রামের বোলিং কন্টিনজেন্ট। বেক্সিমকো ঢাকার ব্যাটসম্যানরা স্কোর বোর্ডে ৬৫ তুলতেই হারাল টপ অর্ডারের চারজন। শরিফুল, নাহিদুল ও মোসাদ্দেকের কৌশলী বোলিংয়ে দলটির রীতিমত থরহরিকম্প দশা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্যের দেখা পান যুবা বিশ্বকাপ জয়ী দলের পেসার শরিফুল ইসলাম। ওভারের চতুর্থ বলে ২ রানে ফিরিয়ে দেন ঢাকার ওপেনার তানজিদ হাসান তামিমকে। শরিফুলের ইনসুইং ডেলিভারিটি দেখেশুনে খেলতি গিয়ে ব্যাটের ফেইস ওপেন করেছিলেন তানজিদ। কিন্তু তা এজ হয়ে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের নিরাপদ তালুতে।

বিজ্ঞাপন

দ্বিতীয় উইকেটের শিকারিও শরিফুল। চতুর্থ ওভারে শূন্যহাতে ফিরিয়েছেন সাব্বির রহমান রোমানকে। ওভারের শেষ ডেলিভারিটি কিছুটা হাফভলি ধরণের ছিল। সাব্বির তা সজোরে হাঁকাতে গেলে শর্ট কাভারে শামসুর রহমানের হাতে ধরা পড়েন।

তৃতীয় উইকেটের শিকারি স্পিনার নাহিদুল। পঞ্চম ওভারের একেবারে প্রথম বলেই শূন্য হাতে ফিরিয়েছেন মুশফিকুর রহিমকে। আর অষ্টম ওভারে দলের চতুর্থ ব্যাটসম্যান আকবর আলীকে ১৫ রানে ক্লিন বোল্ড করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেক্সিকো ঢাকার সংগ্রহ ৪ উইকেটে ৬৫ রান।

গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর