Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদউল্লাহ-সাকিবদের হারিয়ে দারুণ খুশি শান্ত


২৬ নভেম্বর ২০২০ ১৮:৩৫

কাগজ-কলমে দল হিসেবে মিনিস্টার গ্রুপ রাজশাহীর চেয়ে ঢেঢ় এগিয়ে জেমকন খুলনা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও শফিউল ইসলামের মত বড় নাম দলটিতে আছে। পক্ষান্তরে রাজশাহীতে তেমন কোন নামই নেই। অথচ সেই দলটিকেই কিনা হারিয়ে দিল তারুণ্য নির্ভর রাজশাহী। এমন জয়ে দারুণ খুশি রাজশাহীর দলপতি নাজমুল হোসেন শান্ত।

বেক্সিমো ঢাকার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছিল মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। মুক্তার আলীর ঝড়ো ব্যাটে এক পর্যায়ে ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কাও দলে জেগেছিল। কিন্তু শেষ ওভারে ‘মেহেদি ম্যাজিকে’ জয় বঞ্চিত হয় ঢাকা। পক্ষান্তরে দ্বিতীয় জয়টি এল অনায়াসেই। মাহমুদউল্লাহ-সাকিবের জেমকন খুলনাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উদ্ভাসিত জয়ের আনন্দে মাঠ ছাড়ল রাজশাহী। সঙ্গত কারণেই রাজশাহী দলপতির খুশির সীমা নেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।

শান্ত বললেন, ‘হ্যাঁ, অবশ্যই খুশি। শেষ দুটি ম্যাচে তারা যেভাবে খেলেছে খুবই খুশি। সকল বোলার অসাধাণ বল করেছে। বিশেষ করে ইবাদত নতুন বলে দুর্দান্ত বল করেছে। অন্যদিকে আরাফাত সানি, মেহেদি এবং সবাই বেশ ভালো বল করেছে। আমি মনে করি এটাই আমাদের দলীয় পরিকল্পনা ছিল। তারা সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছে।’

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে স্কোর বোর্ডে ১৪৬ রান যোগ করেছিল জেমকন খুলনা। জবাবে জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শান্ত’র ৩৪ বলে ৫৫, রনি তালুকদারের ২০ বলে ২৬, মোহাম্মদ আশরাফুলের ২২ বলে ২৫ ও ফজলে মাহমুদের ১৬ বলে ২৪ রানে ১৬ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেটের খরচায় জয়ের বন্দরে নোঙর ফেলে পদ্মা পাড়ের দলটি।

বিজ্ঞাপন

নাজমুল হোসেন শান্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাহমুদউল্লাহ রিয়াদ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর