Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ম্যাচে আগে বোলিং করবে চট্টগ্রাম


২৬ নভেম্বর ২০২০ ১৮:২৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৮:৪৩

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের মধ্যে চার দলই মাঠে নেমেছিল পরশু উদ্বোধনী দিনে। কোনো কোনো দল ইতোমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছে। তবে গাজী গ্রুপ চট্টগ্রাম এখনো মাঠে নামেনি। বেক্সিমকো ঢাকার বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে চট্টগ্রাম। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

যথারীতি ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা তাদের প্রথম ম্যাচে জিততে জিততে হেরেছে। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে শেষ ওভারে গিয়ে অনাকাঙ্খিতভাবে হেরেছে দলটি। আজ নিশ্চয় সেই ভুল শোধরাতে চাইবে মুশফিকুর রহিমের ঢাকা।

বিজ্ঞাপন

এদিকে, চট্টগ্রামও তাদের প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া। দলটির তারকা কোচ মোহাম্মদ সালাউদ্দিন আগেই বলে রেখেছেন, আমাদের দল বেশ গোছালো। অধিনায়ম মিঠুনও সব দলকে হারানোর সামর্থের কথা জানিয়ে রেখেছেন।

বেক্সিমকো ঢাকার একাদশ: তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সাব্বির রহমান, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শাহাদত হোসেন (৩), আকবর আলি, মুশফিকুর রহিম (অধিনায়ক), মেহেদি হাসান রানা, মুক্তার আলী ও আবু হায়দার রনি।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, লিটন দাস, শামছুর রহমান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজু রহমান, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও জিয়াউর রহমান।

গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর