বৃহস্পতিবার বুয়েন্স আয়ারসে সমাহিত হবেন ম্যারাডোনা
২৬ নভেম্বর ২০২০ ০৫:৩৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ০৮:৪৪
‘ফুটবল ঈশ্বর’ এখন চিরনিদ্রায়। তার জন্য কাঁদছে গোটা বিশ্ব। ক্রীড়াঙ্গন তথা গোটা বিশ্বের কোটি কোটি ভক্ত সমর্থককে কাঁদিয়ে বুধবার আর্জেন্টিনার স্থানীয় সময় দুপুর ১২টায় হার্ট অ্যাটাকে মারা গেছেন ফুটবল ইতিহাসে তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার দিয়াগো আরমান্দো ম্যারাডোনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে সমাহিত করা হবে।
আর্জেন্টিনায় মহানায়ক। কেবল আর্জেন্টিনাই অবশ্য নয়, ফুটবল বিশ্বেরই কিংবদন্তী তিনি। খেলার বাইরেও নানা ঘটনা-অঘটনায় বারবার হয়েছেন সংবাদ শিরোনাম। এবার সব বিতর্ক-আলোচনা-শিরোনামের ঊর্ধ্বে উঠে গেলেন তিনি। ৬০ বছর বয়সে এসে না ফেরার দেশে পাড়ি জমালেন দিয়াগো ম্যারাডোনা।
বুধবার (২৫ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে জীবনাবসান ঘটে বিশ্বকাঁপানো এই বর্ণিল চরিত্রের। আর্জেন্টাইন শীর্ষ গণমাধ্যম ক্ল্যারিনসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তার মৃত্যুর খবর জানিয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) এক টুইটে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টুইটে বলা হয়েছে, ‘কিংবদন্তীর মৃত্যুতে ভীষণ শোকাহত। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।’
তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পরে আর্জেন্টিনা, ইতালির নাপোলিতে রাস্তায় ভক্ত সমর্থকরা জড়ো হতে শুরু করে। নাপোলিতে তার বিশাল এক চিত্রকল্পের সামনে হাজার হাজার মানুষ জমা হয়ে স্মরণ করছেন ম্যারাডোনাকে। আর গোটা ফুটবল বিশ্ব কাঁদছে ‘ফুটবল ঈশ্বর’কে হারিয়ে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানায়, দিয়াগো ম্যারাডোনাকে বৃহস্পতিবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে কাসা রোসাডায় সমাহিত করা হবে। তবে সমাহিত করার আগে সন্ধ্যায় স্যান ফার্নান্দো হাসপাতালে তার মৃত্যুর আসল কারণ জানার জন্য পোস্ট মর্টেম করা হবে।
ম্যারাডোনার সম্মানার্থে নাপোলি নিজেদের স্টেডিয়ামের নাম সান পাওলো থেকে সান পাওলো-ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা করবে বলে জানিয়েছে। নাপোলির প্রেসিডেন্ট ডি লরেন্টিস আরএমসি’কে বলেন, ‘আমরা আমাদের স্টেডিয়ামের নাম সান পাওলো-ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
আর্জেন্টিনায় টপ নিউজ ডিয়েগো ম্যারাডোনা বুইন্স এইরেস সমাহিত হবেন