ঘরের মাঠেই আটালান্টার কাছে হারল লিভারপুল
২৬ নভেম্বর ২০২০ ০৪:০২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ০৪:৩৭
ঘরের মাঠ অ্যানফিল্ডে আটালান্টার কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে লিভারপুল। আর অল রেডসদের এমন হারে জমে উঠেছে গ্রুপ ‘ডি’র লড়াই। প্রথম চার ম্যাচে তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অল রেডসরা, আর সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আয়াক্স আছে দুইয়ে আর সমান ৭ পয়েন্ট নিয়েও তিনে অবস্থান আটালান্টার। ইতালির ক্লাবটির হয়ে এদিন গোল করেছেন জোসিপ লিচিচ এবং রবিন গোসেন্স।
মূল দলের সাত খেলোয়াড়কে বাইরে রেখেই আটালান্টার বিপক্ষে মাঠে নামতে হয়েছে লিভারপুলকে। ইনজুরির কারণে ভার্জিল ভ্যান ডাইক, জোসেপ গোমেজ, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, জর্ডান হ্যান্ডারসন, থিয়াগো আলকান্ত্রাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। এদিকে ইনজুরি থেকে বাঁচাতে অ্যান্ড্রিউ রবার্টসন, ডিয়েগো জোটা এবং রবার্তো ফিরমিনোকে বিশ্রাম দিয়েছিলেন ক্লপ। তবে এই সুযোগটাই কাজে লাগিয়ে অ্যানফিল্ডে অল রেডসদের ২-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে আটালান্টা।
ঘরের মাঠে আটালান্টার দুর্দান্ত প্রেসিংয়ে কোণঠাসা হয়ে পড়ে লিভারপুল। ম্যাচের ৯ মিনিট থেকে শুরু করে ১২ মিনিট পর্যন্ত টানা তিনটি আক্রমণ করে অল রেডসদের রক্ষণকে ব্যস্ত রাখে আটালান্টা। তবে গোলের দেখা পায়নি ইতালিয়ান ক্লাবটি। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টির জোরালো আবেদন করলেও রেফারি আটালান্টার আবেদনে সাড়া দেয়নি। আর তাতেই প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় জোসিপ লিচিচের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আটালান্টা। গোল হজম করার পরের মিনিটেই একবারে চারজন খেলোয়াড়কে বদলি করেন ক্লপ। জর্জিনিও উইয়ানাল্ডুমের পরিবর্তে ফ্যাবিনহো, মোহাম্মদ সালাহর বদলি রবার্তো ফিরমিনো, ডিয়েগো জোটা নামেন অরগির বদলি হিসেবে আর অ্যান্ড্রিউ রবার্টসন আসেন সিমিকাসের বদলে।
তবে একবারে চার খেলোয়াড় বদলি হিসেবে নামার দুই মিনিটের মাথায় আরও এক গোল হজম করে বসে অল রেডসরা। ম্যাচের ৬৪ মিনিটে হান্স হাতেবোয়ের অ্যাসিস্ট থেকে রবিন গোসেন্সের গোলে লিড দ্বিগুণ করে আটালান্টা। খেলার বাকি সময় লিভারপুল গোল পরিশোধে মরিয়া হলেও শোধ করতে পারেনি একটি গোলও। শেষ পর্যন্ত অ্যানফিল্ড থেকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আটালান্টা।
২০২০/২১ মৌসুম অল রেডস ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ লিভারপুল বনাম আটালান্টা হেরেছে লিভারপুল