ইতিহাস গড়ে ইন্টারের মাঠে রিয়ালের জয়
২৬ নভেম্বর ২০২০ ০৩:৫৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ০৪:২৪
ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে এর আগে কখনোই রিয়াল মাদ্রিদ জয় পায়নি। তবে এবার ইতিহাস নতুন করে লিখলেন জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। সান সিরোতেই ইন্টার মিলানকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের পথে এক ধাপ এগিয়ে গেছে লস ব্ল্যাঙ্কোসরা। রিয়ালের হয়ে একটি করে গোল করেন এডেন হ্যাজার্ড এবং রদ্রিগো।
ইনজুরিগ্রস্ত দল নিয়ে ইতালিতে পাড়ি জমায় জিনেদিন জিদান। অধিনায়ক সার্জিও রামোস এবং করিম বেনজেমা ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এদিন তাঁদের ছাড়াই খেলতে নামে রিয়াল। আর বাঁচামরার লড়াইয়ে ইন্টারের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
ম্যাচের ৫ মিনিটের মাথায় ওডেগার্ডের দারুণ এক পাস ডি বক্সে ভেতর বল পেয়ে ইন্টারের গোলপোস্টের দিকেই এগুচ্ছিলেন নাচো। কিন্তু পেছন থেকে তাকে ফাউল করে ফেলে দেন ইন্টার মিডফিল্ডার বারেল্লা। আর রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন। স্পট কিক থেকে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোল করেন এডেন হ্যাজার্ড। আর ইন্টারের মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লস ব্ল্যাঙ্কোসদের।
এক গোলে এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী রিয়ালে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, খেলার ১১ মিনিটে দ্বিতীয় গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল রিয়াল। লুকাস ভাস্কেজের দুর্দান্ত শট গোলপোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান ২-০ করা হয়নি গ্যালাক্টিকোদের। খেলার ৩১ মিনিটে রিয়ালের ডি বক্সে বল পেয়ে যান আর্তুরো ভিদাল, তবে রাফায়েল ভারানের দারুণ ট্যাকেলের পরেও পড়ে যান সাবেক এই বার্সেলোনার খেলোয়াড়। ডি বক্সের ভেতর পড়ে গিয়ে রেফারির কাছে পেনাল্টির আবেদন করেন ভিদাল তবে রেফারি তা নাকোচ করে দেন। আর তাতেই রেফারির ওপর চড়াও হন ভিদাল। প্রথমে তর্ক করে হলুদ কার্ড দেখেন, এরপর প্রথম হলুদ কার্ড দেখে রেফারির দিকে তেড়ে গেলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। আর তাতেই মাঠ ছাড়তে হয় এই চিলিয়ানকে। খেলার বাকি এক ঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে ইন্টারকে।
প্রথমার্ধের শেষ দিকে রিয়াল মাদ্রিদ আরও একটি গোলের সুযোগ তৈরি করলেও লুকা মদ্রিচের শট গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
বিরতি থেকে ফিরে ১০ জনের দল নিয়েই দারুণ লড়াই করে ইন্টার। তবে রিয়ালের সঙ্গে পেরে ওঠেনি। উল্টো ম্যাচের ৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা রদ্রিগো নিজের প্রথম টাচে গোল করে রিয়ালকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে রিয়াল মাদ্রিদ ইতিহাসে প্রথমবারের মতো ইন্টারের মাঠ থেকেই জয় নিয়ে ফেরে।
এই জয়ে গ্রুপ ‘বি’র দ্বিতীয় স্থান পোক্ত হলো রিয়ালের। চার ম্যাচে দুটিতে জয়, একটি হার আর একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আর সমান ম্যাচে দুটি হার ও দুটি ড্র’তে গ্রুপের তলানিতে ইন্টার মিলান। এদিকে ২টিতে জয় আর ২টিতে ড্র করে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ, আর একটি করে জয় ও ড্র আর বাকি দুটিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে শাখতার দোনেৎস্ক।
২০২০/২১ মৌসুম আর্তুরো ভিদাল ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ইন্টার মিলান বনাম রিয়াল মাদ্রিদ এডেন হ্যাজার্ড জিনেদিন জিদান রিয়ালের জয় সান সিরো