২৬ নভেম্বর ২০২০ ০৫:০৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ০৮:২৯
ডিয়েগো ম্যারাডোনা- ১৯৮৬ সালে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন, অনুশীলনের সময়, এবং তাঁর আগের স্ত্রী ক্লদিয়া ও দুই কন্যা দালমা ও জিয়ানিনা।
আর্জেন্টাইন মহানায়ক। ফুটবল দক্ষতায় তর্কসাপেক্ষে সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবল বিশ্বের কিংবদন্তী তিনি। কেবল খেলা নয়, খেলার বাইরেও নানা ঘটনা-অঘটনায় বারবার হয়েছেন সংবাদ শিরোনাম। এবার সব বিতর্ক-আলোচনা-শিরোনামের ঊর্ধ্বে উঠে গেলেন তিনি। ৬০ বছর বয়সে এসে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ফুটবল ঈশ্বর’ দিয়াগো ম্যারাডোনা।
বুধবার (২৫ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে জীবনাবসান ঘটে বিশ্বকাঁপানো এই বর্ণিল চরিত্রের। আর্জেন্টাইন শীর্ষ গণমাধ্যম ক্ল্যারিনসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তার মৃত্যুর খবর জানিয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) এক টুইটে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টুইটে বলা হয়েছে, ‘কিংবদন্তীর মৃত্যুতে ভীষণ শোকাহত। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।’
ফুটবল ঈশ্বরের স্মরণে তাঁর আইকনিক কিছু মুহূর্ত তুলে ধরা হলো:
-
-
ডিয়েগো ম্যারাডোনা- ১৯৮৬ সালে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন, অনুশীলনের সময়, এবং তাঁর আগের স্ত্রী ক্লদিয়া ও দুই কন্যা দালমা ও জিয়ানিনা।
-
-
১৯৮২ সালে স্পেনে ম্যারাডোনার বিশ্বকাপে অভিষেক, তবে বিশ্বকে নিজের জাত চেনান চার বছর পর ১৯৮৬’র বিশ্বকাপে
-
-
১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ইংলশ গোলরক্ষক পিটার শিল্টনের সঙ্গে হ্যান্ডশেক করছেন ম্যারাডোনা
-
-
ম্যারাডোনার দুই অবিশ্বাস্য কীর্তি, ইংল্যান্ডের বিপক্ষে ‘দ্য হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’
-
-
১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া ম্যারাডোনাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়
-
-
নাপোলিকে ১৯৮৯ সালে উয়েফা কাপ জেতান ম্যারাডোনা, সেই সঙ্গে দুটি লিগ শিরোপাও জেতান তিনি। তাঁর সম্মানে নাপোলি তাঁদের ১০ নম্বর জার্সি চিরতরে তুলে রেখেছে।
-
-
২০০১ সালে ম্যারাডোনা মাদকাসক্ত হয়ে গিয়েছিলেন, আর ভুগছিলেন অতিরিক্ত ওজনের সমস্যায়ও।
-
-
২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। সে সময় আরেক খুদে জাদুকর লিওনেল মেসিকে পরামর্শ দিচ্ছেন তিনি। যদিও সেবার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলের ব্যবধানে হেরে বাদ পড়ে আর্জেন্টিনা।
-
-
রাশিয়া বিশ্বকাপে নিজের ছবিসহ ব্যানার নিয়ে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচ দেখছেন ম্যারাডোনা।
আর্জেন্টাইন কিংবদন্তি
কিংবদন্তি ম্যারাডোনা
ছবিতে ম্যারাডোনা
টপ নিউজ
ডিয়েগো ম্যারাডোনা
ফুটবল ঈশ্বর
মারা গেলেন