Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো-নেইমার


২৫ নভেম্বর ২০২০ ১৮:০১

মহামারী করোনাভাইরাসের কারণে এবার ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হচ্ছে না। তবে ফিফা সেই পথে হাঁটছে না। প্রতি বছরের মতো এবারও ‘ফিফা দ্যা বেস্ট’ বিজয়ী বেছে নিবে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এই লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় জায়গা পেয়েছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার। উয়েফার বর্ষসেরা রবার্ট লেভানডোফস্কি, লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর নামও আছে তালিকায়।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে পুরুষ ও নারী ফুটবলের সেরা ফুটবলার ও সেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। বর্ষসেরা গোলের ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’ মনোনিত তালিকাও প্রকাশ করা হয়েছে।

এই সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা খেলোয়াড় নির্বাচনের ভোটিং কার্যক্রম চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ১১ ডিসেম্বর তালিকা সংক্ষিপ্ত করে তিনে নামিয়ে আনা হবে। ১৭ ডিসেম্বর ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

সেরা ফুটবলার (পুরুষ): লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল, জুভেন্টাস), রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড, বায়ার্ন মিউনিখ), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম, ম্যানচেস্টার সিটি), থিয়াগো আলকানতারা (স্পেন, বায়ার্ন মিউনিখ/লিভারপুল), মোহামেদ সালাহ (মিসর, লিভারপুল), সাদিও মানে (সেনেগাল, লিভারপুল), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি), নেইমার (ব্রাজিল, পিএসজি), সের্হিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ)।

সেরা ফুটবলার (নারী): লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড, অলিম্পিক লিওঁ/ম্যানচেস্টার সিটি), দেলফিন ক্যাসকারিনো (ফ্রান্স, অলিম্পিক লিওঁ), ক্যারোলিন গ্রাহাম হানসেন (নরওয়ে, বার্সেলোনা), পার্নিল হার্ডার (ডেনমার্ক, ভলফসবুর্গ/চেলসি), জেনিফার হার্মোসো (স্পেন, বার্সেলোনা), জি সো ইউন (দক্ষিণ কোরিয়া, বার্সেলোনা), স্যাম কের (অস্ট্রেলিয়া, চেলসি), সাকি কুমাগাই (জাপান, অলিম্পিক লিওঁ), সেনিফের মারোসোন (জার্মানি, অলিম্পিক লিওঁ), ভিভিয়ানে মিয়েদেমা (নেদারল্যান্ডস, আর্সেনাল), ওয়েন্ডি রেনার (ফ্রান্স, অলিম্পিক লিওঁ)।

সেরা কোচ (পুরুষ দল): ইয়ুর্গেন ক্লপ (জার্মানি, লিভারপুল), জিনেদিন জিদান (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), হান্স ডিটার ফ্লিক (জার্মানি, বায়ার্ন মিউনিখ), মার্সেলো বিয়েলসা (আর্জেন্টিনা, লিডস ইউনাইটেড), হুলেন লোপেতেগি (স্পেন, সেভিয়া)।

বিজ্ঞাপন

সেরা কোচ (মহিলা দল): লুই কোর্তে (স্পেন, বার্সেলোনা), রিটা গুয়ারিনো (ইতালি, জুভেন্টাস), এমা হায়েস (ইংল্যান্ড, চেলসি), স্তেফান লের্চ (জার্মানি, ভলফসবুর্গ), হেগে রিসা (নরওয়ে, এলএসকে কেভিনের), জ্যাঁ লুক ভ্যাসো (ফ্রান্স, অলিম্পিক লিওঁ), সারিনা উইগমান (নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস জাতীয় দল)।

ক্রিশ্চিয়ানো রোনালদো নেইমার ফিফা ফিফা দ্যা বেস্ট লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর