মাঠেই প্রমান করবে গাজী গ্রুপ চট্টগ্রাম
২৫ নভেম্বর ২০২০ ১৬:২১ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১৭:৩৭
কাগজে কলমে দল হিসেবে দারুণ ভারসাম্যপূর্ণ্ গাজী গ্রুপ চট্টগ্রাম। ব্যাটিংয়ে যেমন অতল গভীরতা তেমনি বোলিংয়েও। সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান. জিয়াউর রহমানরা চতিকেই যেমন প্রতিপক্ষের বোলিং লাইনআপ গুঁড়িয়ে দিতে পারঙ্গম তেমনি মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম. মেহেদি রানা, তাইজুল ইসলাম, রাকিবুল হাসানদেরও শত্রুর ব্যাটিং লাইনআপ তছনছ করে দিতে জুড়ি নেই। এখানেই শেষ নয়, দলের ব্যাটিং বিপর্যয়ে হাল দরতে আছেন আইসকুল মোহাম্মদ মিঠুন ও মুমিনুল হকের মত ব্যাটিংস্তম্ভ। ঠিক এমনই তুখোড় এক কম্বিনেশস নিয়ে রাত পোহালে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকা বধের মিশনে নামবে কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের শিষ্যরা।
এমন একটি দল পেয়ে অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিঠুনের তুষ্টির শেষ নেই। কেননা জাতীয় দলে যারা টি টোয়েন্টি ব্লাস্ট নামে খ্যাত সতীর্থ হিসেবে তাদেরই পেয়েছেন। যাদের কাঁধে ভর করে যে কোন দলের বিপক্ষে জয়ের বাজি ধরাই যায়। কিন্তু বাস্তবতা হল, চট্টগ্রাম দলনেতা মিঠুন ঠিক সে পথে হাঁটছেন না। কেন জানেন? তার কাছে নামের চেয়ে মাঠের খেলাই বড় হয়ে উঠেছে। এবং দল হিসেবে আদতেই তারা কতটা শক্তিশালী বা ভারসাম্যপূর্ণ সেই প্রমান মাঠেই দিবে।এবং এমন দল নিয়ে তৃপ্তির ঢেকুর তোলার চেয়ে মাঠের লড়াইটাই তার কাছে মূখ্য হয়ে উঠেছে।
তার মতে মাঠেই লড়াইটা যদি ছক কষে করা যায় তাহলে শুরুটা রাঙাতে খুব একটা বেগ পেতে হবে না।
বুধবার (২৫ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচপূর্ব অনুশীলনে তিনি একথা জানান।
মিঠুন বলেন, ‘আমি আমার দল নিয়ে অনেক খুশি। আমরা একটা ভারসাম্যপূর্ণ সাইড। এখন মাঠে প্রমান করতে হবে যে আমরা দল হিসেবে কতটা ভালো। আমি মনে করি যে আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, আমাদের যে টিম, ইতিবাচক ফলাফলই আশা করছি।’
‘কালকে খেলার আগে হয়তো অনেকে চিন্তা করেছেন, খাতা-কলমে কারা কতটা শক্তিশালি। কিন্তু কালকের খেলায় একটা পরিষ্কার ধারণা হয়েছে মাঠের ক্রিকেটটা গুরুত্বপূর্ণ খাতা কলমের চেয়ে। উইকেট দেখে আমার মনে হয়েছে খুব ভালো উইকেট, হাই স্কোরিং ম্যাচ মনে হয়েছে। আমি একা কাউকে নিয়ে খুব বেশি আশাবাদী না আমরা দলকে নিয়ে বেশি আশাবাদী।’
যেহেতু প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেট সেহেতু দলনেতা হিসেবে টুর্নামেন্টের শুরুটা উদ্ভাসিত জয়ে করার প্রত্যাশা মোটেও দোষের নয়্। এবং এজন্য মিঠুনকে কাঠগড়ায় দাঁড় করানোও সমীচিন হবে না। কিন্তু উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকা যে দুর্বার ক্রিকেট খেলেছে তাতে নির্ভার থাকার সুযোগ মিঠুনের একেবারেই নেই। বরং ঢাকা বধের নীল নকসা তাকে আরো দক্ষ হাতে আঁকতে হবে।
কেন জানেন তো? গতকাল বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে তীরে এসে তরী ডুবেছে বেক্মিমকো ঢাকার। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তোলে মিনিস্টার গ্রুপ রাজশাহী। অবিশ্বাস্য হলেও জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে নেমেও জয়ের একেবারে নিশ্বাঃস দূরত্বে পৌছে গিয়েছিল বেক্সিমকো ঢাকা। কিন্তু ছুঁয়ে দেখা হয়নি, ৫ উইকেটে ১৬৭ রানেই থামতে হয়েছে। রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে দিন শেষে রাজশাহীর কাছে হেরে গেছে মাত্র ২ রানে।
কাজেই ভারসাম্যপূর্ণ দল পেলেও নির্ভার থাকার সুযোগ মিঠুনের একেবারেই নেই। উনি ও অবশ্য সেকথাই বলেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়।
গাজী গ্রুপ চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মোহাম্মদ মিঠুন