Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিদান-রোনালদোকে পেছনে ফেললেন হালান্ড


২৫ নভেম্বর ২০২০ ১১:৫৬

নরওয়েজিয়ান তরুণ স্ট্রাইকার এর্লিং হালান্ডের গোল ক্ষুধা সময়ের সঙ্গে বেড়েই চলেছে। ২০১৯/২০ মৌসুমের মাঝপথে বুরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর থেকেই মুড়মুড়কির মতো গোল করে যাচ্ছেন নরওয়ের এই স্ট্রাইকার। এবার ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রাগার বিপক্ষে জোড়া গোল করে হালান্ড টপকে গেলেন দুই কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান এবং রোনালদো নাজারিওকে।

ক্লাব ব্রাগার বিপক্ষে এদিন দুটি গোল করায় হালান্ডের চ্যাম্পিয়নস লিগে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬টি। অন্যদিকে কিংবদন্তি জিনেদিন জিদান এবং রোনালদো নাজারিও তাদের গোটা ক্যারিয়ার জুড়ে মোট গোল করেছেন ১৪টি। এই দুই কিংবদন্তিকে টপকে যেতে হালান্ডের দরকার পড়েছে মাত্র ১২টি ম্যাচ। অর্থাৎ চ্যাম্পিয়নস লিগে মাত্র ১২ ম্যাচ খেলেই নামের পাশে যোগ করেছেন ১৬টি গোল।

বিজ্ঞাপন

হালান্ড চ্যাম্পিয়নস লিগে ২০১৯/২০২০ মৌসুমে গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ খেলেন সালজবুর্গের হয়ে। এই সময়ে হালান্ড ৮টি গোল করার পাশপাশি করেন একটি অ্যাসিস্টও। এরপর মৌসুমের মাঝপথে সালজবুর্গ ছেড়ে নাম লেখান বুরুশিয়া ডর্টমুন্ডে। সেখানে দুটি ম্যাচে খেলে করেন দুটি গোল। অর্থাৎ ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লিগের মৌসুমে মাত্র ৮টি ম্যাচেই করেন ১০টি গোল।

এরপর বুরুশিয়ার জার্সি গায়ে চড়িয়ে ২০২০/২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইতোমধ্যেই খেলে ফেলেছেন ৪টি ম্যাচ, যেখানে হালান্ডের নামের পাশে আছে ৬টি গোল। দুই মৌসুমে ১২টি ম্যাচ খেলে তিনি করেছেন মোট ১৬টি গোল। আর নিজেদের গোটা ক্যারিয়ারে জিনেদিন জিদান ও রোনালদো নাজারিওর করা ১৪ গোলকে টপকে গেছেন তরুণ এই নরওয়েজিয়ান।

বিজ্ঞাপন

অবশ্য কেবল জিদান কিংবা রোনালদোকেই টপকে যাননি এই তরুণ, সেই সঙ্গে ডেভিড ভিয়া (১৪), মিরস্লাভ ক্লোসা (১৪) মাইকেল ওয়েন (১৩), ড্যানিশ বার্ক্যাম্পকেও (৭) পেছনে ফেলেছেন। এছাড়া বর্তমানে খেলা স্ট্রাইকারদের মধ্যে অলিভার জিরুড (১৩) এর মতো স্ট্রাইকারদেরও পেছনে ফেলে দিয়েছেন এই তরুণ স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ৯০০ মিনিট খেলে ১৬টি গোল করেছেন তিনি, আর টুর্নামেন্টে প্রতি ৫৬ মিনিটেই একটি করে গোল করেছেন তিনি।

হালান্ডের দুর্দান্ত দুই গোল এবং জডান সানচোর গোলে ৩-০ ব্যবধানে ক্লাব ব্রাগাকে হারিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড।

২০২০/২১ মৌসুম ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ এর্লিং হালান্ড জিনেদিন জিদান জোড়া গোল নরওয়েজিয়ান স্ট্রাইকার বুরুশিয়া ডর্টমুন রোনালদো নাজারিও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর