রেঁনের বিপক্ষে নাটকীয় জয়ে পরের রাউন্ডে চেলসি
২৫ নভেম্বর ২০২০ ১০:৩৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১১:২২
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২০/২১ মৌসুমের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে চেলসি ও সেভিয়া। গ্রুপ ‘ই’তে নিজেদের পৃথক ম্যাচে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে দু’দলই। এর ভেতর ফ্রান্সে রেঁনের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জিতেছে চেলসি। ব্লুজদের হয়ে ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে দলকে জয় এনে দিয়েছেন অলিভার জিরুড। আর বাকি একটি গোল করেন কলাম হাডসন অডই।
গ্রুপ ‘ই’তে দুই শক্তিশালী দল চেলসি ও সেভিয়ার পরের রাউন্ডে খেলা নিয়ে ছিল না কোনো সংশয় তবে অপেক্ষা ছিল কেবল সময়ের। প্রথম তিন ম্যাচে দুই দলই দুটি করে জয় এবং একে অপরের বিপক্ষে একটি ম্যাচে ড্র করে ৭ পয়েন্ট অর্জন করেছিল। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছিল চেলসি। চতুর্থ ম্যাচে এসে রেঁনের আতিথ্য নেয় ব্লুজরা, বিশ্লেষকরা খাতা কলমে চেলসিকে এগিয়ে রাখলেও রেঁনে যেকোনো সময় ছোবল দিতে পারে সেটিও কেউ রাখেনি বাতিলের খাতায়।
ম্যাচের ২২তম মিনিটে মেসন মাউন্টের অ্যাসিস্ট থেকে গোল করে চেলসিকে এগিয়ে নেন কলাম হাডসন অডই। ২২ মিনিটের মাথায় রেঁনের অর্ধে বল দখলে নেন মেসন মাউন্ট, বল পেয়েই রেঁনের দুই ডিফেন্ডারের মধ্য দিয়েই সামনে বাড়িয়ে দেন। আর সামনে পাস দেখেই তা তাড়া করেন হাডসন অডই, দৌড়ে গিয়ে বল ধরেও ফেলেন তিনি এরপর ডি বক্সের ভেতর থেকে শট নিয়ে বল জড়ান জালে। অডইর গোলে চেলসি এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
এরপর খেলার সময় আধাঘণ্টা স্পর্শ করতেই দুই দলই একটি করে দুর্দান্ত আক্রমণ করে কিন্তু শেষ পর্যন্ত তা পরিণত হয়নি গোলে। এরপর প্রথমার্ধ শেষের ঠিক মিনিট পাঁচেক আগে আরও একটি দারুণ আক্রমণ করে স্বাগতিক রেঁনে, কিন্তু গোলরক্ষক মেন্ডির বদৌলতে গোল হজম করতে হয়নি ব্লুজদের। আর তাতেই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা।
বিরতি থেকে ফিরে চেলসি লিড ধরে রাখার চেষ্টাতেই ছিল। তবে রেঁনেও দুর্দান্ত কিছু আক্রমণে গোল পরিশোধের দিকেই নজর রাখে। ম্যাচের ৭৩ মিনিটে দারুণ এক সেভে চেলসিকে গোল হজমের হাত থেকে বাঁচান মেন্ডি, তবে বিনিময়ে দেন একটি কর্নার। কর্নার থেকে নায়ামসির দুর্দান্ত এক হেডে বল প্রায় জালে জড়িয়ে ফেলেছিলেন কিন্তু সেখানেও বাধা হয়ে দাড়ান মেন্ডি, গোললাইন থেকে বল ফেরত এনে দলের লিডে ধরে রাখেন তিনি।
তবে আর বেশি সময় চেলসি লিড ধরে রাখতে পারেনি, ম্যাচের ৮৫ মিনিটে সেহ্রু গুইয়ারাসির গোলে ম্যাচে সমতায় ফেরে রেঁনে। খেলার মাত্র ৫ মিনিট বাকি থাকতে চেলসি গোল হজম করলে ম্যাচ ড্র’র দিকেই এগুচ্ছিল। তবে তখনও নাটকের অনেক বাকি। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে হাকিম জিয়েচের পাস থেকে বল পেয়ে শট নেন টিমো ভার্নার তবে তাঁর শট রুখে দেন রেঁনে গোলরক্ষক। ভার্নারের শট রুখে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি তিনি আর সেখান থেকে বল পেয়ে যান জিরুড। লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়ান এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। জিরুডের গোলেই ম্যাচের ৯১ মিনিটে চেলসি এগিয়ে যায় ২-১ গোলের ব্যবধানে। শেষ পর্যন্ত এই ২-১ ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে ব্লুজরা। অন্যদিকে গ্রুপের অপর ম্যাচে সেভিয়া ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ক্রাসনোডারের বিপক্ষে।
২০২০/২১ মৌসুম অল ব্লুজ অলিভার জিরুড ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ পরের রাউন্ডে চেলসি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড রেঁনে বনাম চেলসি