মেহেদির অর্ধশতকে রাজশাহীর সংগ্রহ ১৬৯
২৪ নভেম্বর ২০২০ ১৫:১৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৫:২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে রাজশাহীর দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং আনিসুল ইসলাম ইমন। তবে শুরুটা দুর্দান্ত হলেও মাঝে টানা কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজশাহী। কিন্তু মেহেদি হাসানের ঝড় আর নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে মিনিস্টার রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ নভেম্বর) সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে দর্শকহীন স্টেডিয়ামে উদ্বোধন হয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের।
রাজশাহী একাদশ: মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, ফজলে রাব্বি, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শেখ মেহেদি, এবাদত হোসেন, মুগ্ধ, আনিসুল ইমন।
ঢাকার একাদশ: মুশফিকুর রহীম (অধিনায়ক), নাইম শেখ, তানজিদ হাসান তামিম, রুবেল হোসেন, নাসুম আহমেক, আকবর আলী, ইয়াসির রাব্বি, সাব্বির হোসেন, মেহেদি রানা, মুক্তার আলি, নাইম হাসান।
ব্যাট করতে নেমে শুরুতে ধীর গতির ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত। তবে অপর দিকে ঠিকই ব্যাট চালাতে থাকেন আনিসুল ইসলাম ইমন। ইনিংসের ৪র্থ ওভারে নাসুমকে দুটি ছক্কা মারা শান্ত ৫ম বলেও উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে ১৭ রান করে।
এরপর রনি তালুকদার ৮ বলে ৬, মোহাম্মদ আশরাফুল ৯ বলে ৫ ফিরলেও অপর পাশে দারুণ ব্যাটিং করছিলেন আনিসুল ইসলাম ইমন। তবে দলীয় ৬৫ রানের মাথায় ব্যক্তিগত ২২ বলে ৩৫ রান করা ইমন নাইম হাসানের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলে বড় সংগ্রহের আশা নিভে আসতে থাকে রাজশাহীর। ইমন ফেরার দুই বল পরেই ফজলে মাহমুদ কোনো বল না খেলেই রান আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। আর তাতেই ৬৫ রানে ৫ উইকেট নেই রাজশাহীর। খেলার তখনও ১০.১ ওভার বাকি।
৯.৫ ওভারে ৬৫ রানে ৫ উইকেট হারানো রাজশাহীর হয়ে তখন ক্রিজে আছেন তরুণ মেহেদি হাসান এবং নুরুল হাসান সোহান। এই দুইয়ে মিলে বিপর্যয় সামাল দিয়ে দলকে বড় সংগ্রহে পথেই রাখেন। মেহেদি হাসান ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে তুলে নেন অর্ধশতক। তবে নুরুল হাসান সোহান থামেন অর্ধশতক থেকে ১১ রান দূরে। আউট হওয়ার আগে মেহেদির সঙ্গে ৮৯ রানে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রেখেই ফেরেন সোহান।
নুরুল হাসান মাত্র ২০ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রান করে মুক্তার আলির বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর অর্ধশতক হাঁকানো মেহেদি ফিরলে শেষ দিকে রানের চাকা থেমে যায় রাজশাহীর। সোহান আউট হওয়ার পর ১৫৪ থেকে ১৬০ রানের ভেতর মাত্র ৬ রানে ৪টি উইকেট হারায় রাজশাহী। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানে থামে মিনিস্টার রাজশাহীর ইনিংস। বেক্সিমকো ঢাকার হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নেন মুক্তার আলি।
স্কোরকার্ড:
মিনিস্টার রাজশাহী: ১৬৯/৯, ২০ ওভার, (নাজমুল হোসেন শান্ত ১৭; আনিসুল ইসলাম ইমন ৩৫; রনি তালুকদার ৬; মোহাম্মদ আশরাফুল ৫; ফজলে মাহমুদ ০; নুরুল হাসান সোহান ৩৯; মেহেদি হাসান ৫০; আরাফাত সানি ০; এবাদত হোসেন ২; ফরহাদ রেজা ১১; মুকিদুল ইসলাম ০)।
বেক্সিমকো ঢাকা বোলিং: রুবেল হোসেন ৪-০-২৯-০; মেহেদি হাসান রানা ৪-০-৩১-১; নাসুম আহমেদ ৪-০-৪১-১; মুক্তার আলি ৪-০-২২-৩; নাইম হাসান ৩-০-৩২-১; সাব্বির রহমান ১-০-১১-১-০)।
টস: বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।
উদ্বোধনী ম্যাচ টপ নিউজ টস নাজমুল হোসেন শান্ত প্রথম ম্যাচ প্রথমে ব্যাট রাজশাহীর বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার রাজশাহী মুশফিকুর রহিম