ডেভিড ভিয়া আমার স্পর্শকাতর জায়গায় হাত দেয়: স্কাইলার
২৪ নভেম্বর ২০২০ ১০:২০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১০:৫২
২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত চার বছর স্পেনের তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়া খেলেছেন নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাবের (এনওয়াইসিএফসি) হয়ে। এই চার বছর এমএলএস’র খেলার সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক শিক্ষানবিশকে যৌন নিপীড়নের। সম্প্রতি ‘দ্য অ্যাথলেটিক’ এর অনুসন্ধানে এমন অভিযোগ উঠে এসেছে সাবেক এই বার্সেলোনা স্ট্রাইকারের বিরুদ্ধে। গত ৭ নভেম্বর প্রথম এই বিষয় সংবাদ মাধ্যমে উঠে আসলেও সোমবার (২৩ নভেম্বর) ‘দ্য অ্যাথলেটিক’র অনুসন্ধানে স্কাইলার বাদিল্লোর বক্তব্য উঠে এসেছে।
নিউইয়র্ক সিটি এফসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে ডেভিড ভিয়ার নাম উল্লেখ না করেই জানিয়েছে তাঁরা কিছু খেলোয়াড়ের অগ্রহণযোগ্য ব্যবহার খুঁজে পেয়েছে।
ক্লাবের পক্ষ থেকে অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়, ‘অভিযোগকৃত সময়ের মধ্যে কিছু সংখ্যক খেলোয়াড় এবং স্টাফদের মধ্যে অশোভনীয় ও অগ্রহণযোগ্য আচরণ লক্ষ্য করা গেছে। আমরা লক্ষ্য করেছি তাঁরা ক্লাবের শিক্ষানবিশের সঙ্গে এবং ক্লাবের অন্যান্য স্টাফদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ করেছে। এই অগ্রহণযোগ্য আচরণের মধ্যে অপ্রয়োজনীয় শারীরিক স্পর্শ, পোশাক-আশাক নিয়ে মন্তব্য করতেও দেখা গেছে ওই খেলোয়াড় এবং স্টাফদের।’
নিউইয়র্ক সিটি’র পক্ষ থেকে ডেভিড ভিয়ার নাম উল্লেখ করা না হলেও, অ্যাথলেটিক ইএসপিএন’র অনুসন্ধানের ভিত্তিতে ডেভিড ভিয়াই সেই খেলোয়াড় সেটির প্রমাণ পেয়েছে।
এদিকে ডেভিড ভিয়া আগেও তাঁর বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা’। এনওয়াইসিএফসি’র আনিত অভিযোগ সম্পর্কে ভিয়ার মুখপাত্র জানান, ‘ডেভিড সব সময় এসব বিষয়কে গুরুত্ব দিয়েছে এবং অনুসন্ধানের সময় পূর্ণ সহযোগিতা করেছে। সে প্রথম থেকেই বলে আসছে তাঁর বিরুদ্ধে আনিত এই অভিযোগ অসত্য।’
‘দ্য অ্যাথলেটিক’র অনুসন্ধানে ডেভিড ভিয়ার বিপক্ষে যৌন নিপীড়নের অভিযোগ আনা নারী স্কাইলার বাদিল্লোর বক্তব্য উঠে এসছে। স্কাইলার তাঁর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন, ‘আমি যখন নিউইয়র্ক সিটিতে শিক্ষানবিশ হিসেবে যোগ দেওয়ার সুযোগ পেলাম তখন ভেবেছিলাম আমি অনেক ভাগ্যবতী। কিন্তু আমি সেখানে পেয়েছি কেবল ডেভিড ভিয়ার আমার শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ। সে বিভিন্ন সময় আমাকে স্পর্শ করত। আর আমার উপরের কর্মকর্তারা সেটাকে কৌতুক হিসেবে নিয়েছে সব সময়।’
স্কাইলার অ্যাথলেটিককে বলেন, ‘আমি স্পেনে গিয়েছে, এছাড়াও আমি আরও অনেক দেশে গিয়েছি। আমি জানি তাঁরা দেখা হলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে, গালে চুম্বন করে কিন্তু এটা (ডেভিড ভিয়ার স্পর্শ) সেরকম ছিল না। ক্লাবের অনেক খেলোয়াড় আমার গালে চুম্বন দিত এবং তাঁরা আমাকে জিজ্ঞাসাও করত যে এটা অশোভনীয় কিনা। আমি তাদের বলেছি এটা ঠিক আছে। প্রথম বছর আমি ১৪টি ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি কিন্তু ওই একজনের (ডেভিড ভিয়া) সঙ্গেই আমার যত সমস্যা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একদিন আমি টেপ কাটছিলাম সোমবার সকালে অনুশীলনের জন্য প্রস্তুতির লক্ষ্যে। আমার পেছন থেকে ডেভিড এসে আমাকে ধরে এবং স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ধরে। ওই সময় ডেভিড আমার কানে কানে বলেছিল যে আমি যেন এই শহরের ছেলেদের থেকে সাবধানে থাকি। এই ঘটনাটা কেভিন পুরোপুরি দেখেছে, ওই সময় আমি ও কেভিন একে অপরের দিকে তাকিয়ে ছিলাম।’
স্কাইলারের এমন অভিযোগের পর গত ৭ নভেম্বর অনুসন্ধান করার ঘোষণা দেয় নিউইয়র্ক সিটি এফসি। অনুসন্ধান শেষে তাঁরা জানায় কিছু নির্দিষ্ট খেলোয়াড়ের অগ্রহণযোগ্য আচরণে জড়িত ছিল। তবে ক্লাবটি ডেভিড ভিয়ার নাম সরাসরি উচ্চারণ করেনি।
যদিও চলতি বছরের জুলাইয়ের দিকে স্কাইলার প্রথম ডেভিড ভিয়ার বিপক্ষে এই অভিযোগ আনেন।
ডেভিড ভিয়া স্পেনের হয়ে ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন। এই সময়ে তিনি ৯৯টি ম্যাচে ৫৯ গোল করেছেন। এছাড়া ক্লাব ফুটবলে এফসি বার্সেলোনার হয়েও আলো ছড়িয়েছেন, খেলেছেন ভ্যালেন্সিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। ক্যারিয়ারের পড়ন্ত সময়ে ২০১৪ সালে যোগ দিয়েছিলেন নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাবে।
ডেভিড ভিয়া নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাব যৌন নিপীড়ন যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষানবিশ নারী সাবেক বার্সা তারকা সাবেক স্পেন তারকা স্কাইলার বাদিল্লো