Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-মাহমুদউল্লাহদের কাছে শিখবেন বিজয়


২২ নভেম্বর ২০২০ ১৯:১৮

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে জেমকন খুলনা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও শফিউল ইসলামের মতো অভিজ্ঞদের নিয়ে গড়া দলটি ইতোমধ্যেই হট ফেভারিটের তকমাও জিতে নিয়েছে। টুর্নামেন্ট চলাকালীন তাদের মতো অভিজ্ঞদের কাছ থেকে শেখার দারুণ এক সুযোগ দেখছেন দলটির টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

অভিজ্ঞ সাকিব, মাহমুদউল্লাহদের পাশাপাশি দলটিতে জায়গা করে নিয়েছেন তরুণ শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন ও সালমান হোসেনের মতো তরুণরা। অভিজ্ঞ ও তরুণ এই দুই মিশেলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো কিছুর আশাই করছেন জেমকন খুলনায় এই টপ অর্ডার ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

রোববার (২২ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনে এসে তিনি একথা জানান।

বিজয় বলেন, ‘যখনই দেখেছি আমরা যেই দলে আছি সাকিব আল হাসান, রিয়াদ ভাই, ইমরুল ভাইরাও আছেন তখন তো অবশ্যই বাড়তি ভালো লাগা কাজ করেছে। আশা করি তাদের সঙ্গে খেলতে পেরে দারুণ কিছু জিনিস শিখবো এবং সেগুলো কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবো। তাদের সঙ্গে থাকাটা বাড়তি একটা আনন্দ ও অনুপ্রেরণা দেয়।’

‘আমাদের কাছেও আমাদের দল অনেক ফেভারিট। যেভাবে আছি টিম হিসেবে এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। আমাদের টিমটা সিনিয়র জুনিয়র সবাই একসঙ্গে মিলেমিশে আছি। আমার কাছে মনে হচ্ছে এটার জন্যই আমাদের স্পিরিটটাও বেশি, আমরা আশাও করছি বেশি একারণেই।’

টুর্নামেন্টে মন খুলে খেলার লক্ষ্যের কথা জানিয়ে বিজয় আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে লক্ষ্য মন খুলে খেলা। আমি যেভাবে খেলতে পছন্দ করি আমার মতো করে খেলতে চাই যাতে দলকে কিছু দিতে পারে। আমিও খুবই রোমাঞ্চিত আমার নিজের সেরাটা দেয়ার জন্য। অনেক দিন ধরেই ওভাবে মেলে ধরতে পারছি না। চেষ্টা করবো এই টুর্নামেন্টে বিজয়কে ফিরিয়ে আনার।’

বিজ্ঞাপন

২৪ নভেম্বর পর্দা উঠছে ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনা মোকাবিলা করবে ফরচুন বরিশালকে।

জেমকন খুলনা দলে যারা আছেন: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন (সিনিয়র), এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, মো. শফিউল ইসলাম, শুভাগত হোম, মো. শহিদুল ইসলাম, মো. রিশাদ হোসেন, মো. জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।

এনামুল হক বিজয় জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাহমুদউল্লাহ রিয়াদ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর