Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কোয়াডের বাইরের খেলোয়াড় খেলিয়ে জরিমানা গুনছে সিডনি সিক্সার্স


২২ নভেম্বর ২০২০ ১৭:৪৮

ভুলের মাশুল বেশ বড়সড় ভাবেই গুনতে হচ্ছে সিডনি সিক্সার্সকে। মেয়েদের বিগ ব্যাশের চলতি আসরে শনিবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ১৫ সদস্যের দলে না থাকার পরেও হেইলি সিলভার-হোমসকে খেলিয়েছে তাঁরা। আর এমন ভুলের কারণে সিডনি সিক্সার্সকে ২৫ হাজার ডলার জরিমানা করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।

২৫ হাজার ডলার জরিমানা করা হলেও তাৎক্ষণিকভাবে সিডনির দলটিকে ১০ হাজার ডলার প্রদান করতে হবে। আর জরিমানার বাকি ১৫ হাজার ডলার এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সিডনি সিক্সার্সের এমন ভুলের পেছনে সম্পূর্ণ দায় পড়েছে দলটির কর্তৃপক্ষের ওপর। তাদের ভুলের কারণেই পায়ের চোটের কারণে ছিটকে পড়া পেস বোলিং অলরাউন্ডার সিলভার হোমসের বদলি হিসেবে অ্যালিসা বেটসকে স্কোয়াডে নেয় সিডনি। এদিকে সিলভার হোমস মেলবোর্ন ম্যাচের আগে সেরে ওঠেন, কিন্তু তার দলে ফেরার অনুমতি বিগ ব্যাশের টেকনিক্যাল কমিটি তখনও দেয়নি। এর আগেই তাকে রাখা হয় একাদশে।

যদিও টস হেরে আগে ব্যাটিং পাওয়া দলটির হয়ে ব্যাটিং করতে হয়নি তার। সিলভার হোমসকে একাদশে রেখে নিয়ম ভাঙার ব্যাপারটি ম্যাচ শুরুর পর জানতে পারে সিডনি। তাই ফিল্ডিংয়ের সময় আর মাঠে নামায়নি তাকে। নিজেদের ভুলের কথা স্বীকার করে শাস্তি মেনে নিয়েছে সিডনি কর্তৃপক্ষ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিনিয়র কন্ডাক্ট কমিশনার অ্যালান সালিভান এটিকে মারাত্মক অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছেন। এমন অপরাধের সর্বোচ্চ শাস্তি ৫০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিকিউরিটি’র প্রধান শন ক্যারল বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের চুক্তি ও নিয়মকানুন নিয়ে সব সময় সর্বোচ্চ গুরুত্ব দেয়। সিডনি সিক্সার্সের নিয়ম ভঙ্গ গুরুতর অপরাধ, তবে খেলা চলাকালীন সময়েই ক্লাব এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করায় তা কিছুটা লাঘব হয়েছে। আর এ কারণেই তাদের ওপর আরোপিত ২৫ হাজার ডলার জরিমানার ১৫ হাজার ডলার এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

বিগ ব্যাশ লিগেরর সিএর প্রধান অ্যালিস্টার ডবসন বলেছেন, ‘আমরা এই ভুল সংশোধনের জন্য সহযোগিতার কারণে সিডনি সিক্সারদের ধন্যবাদ জানাই। সিডনি সিক্সার্সের নিয়ম ভঙ্গ গুরুতর অপরাধ, তবে খেলা চলাকালীন সময়েই ক্লাব এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করায় তা কিছুটা লাঘব হয়েছে।’

সিডনি সিক্সার্সের ম্যানেজার জোডি হকিংস জানান,  ‘আমরা বিগ ব্যাশের নিয়ম ভঙ্গের কারণে দুঃখ প্রকাশ করছি, এটি প্রশাসনিক ত্রুটি ছিল। আমরা এ থেকে শিক্ষা নিয়ে আগামীতে এ ধরনের ভুল থেকে সংযত থাকবো।’

জরিমানা গুনতে হচ্ছে বিগ ব্যাশ মেয়েদের বিগ ব্যাশ সিডনি সিক্সার্স স্কোয়াডের বাইরের খেলোয়াড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর