Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে রিয়াল ছাড়তে পারেন ইস্কো


২১ নভেম্বর ২০২০ ১২:১১

২০১৩ সালে মালাগা থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছিলেন ইস্কো অ্যালাকার্ন। লুকা মদ্রিচ, টনি ক্রুস আর ক্যাসেমিরোর পাশাপাশি জিদানের প্রথম পছন্দের মিডফিল্ডার ছিলেন তিনিও। কিন্তু ২০২০/২১ মৌসুমে এসে বাজে পারফরম্যান্সের কারণে দলের প্রথম একাদশে নিজের জায়গা হারিয়েছেন দুই তরুণ ফেদে ভালভার্দে ও মার্টিন ওডেগার্ডের কাছে। জিদানের পছন্দের তালিকা থেকে বাদ পড়ে জানুয়ারিতে মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে ইস্কোকে ঘিরে।

বিজ্ঞাপন

স্প্যানিশ দৈনিকগুলো জানাচ্ছে ইস্কো তাঁর এজেন্ট এবং বাবার মাধ্যমে এর মধ্যেই ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন। রিয়াল মাদ্রিদে নিজের বর্তমান পরিস্থিতিতে নিয়ে খুশি নন তিনি। জিদান দ্বিতীয় দফায় রিয়ালে যোগ দেওয়ার পর আবারও তাঁর পুরাতন সৈন্যদের প্রধান একাদশে ফেরানোর চেষ্টা চালিয়ে যান কিন্তু ইস্কো এখনও পর্যন্ত জিদানের আস্থার প্রতিদান দিতে পারেননি। আর এ কারণেই জিদানের পছন্দের তালিকায় তলানির দিকেই চলে গেছে ইস্কোর নাম।

বিজ্ঞাপন

২৮ বছর বয়সী ইস্কো রিয়ালের প্রধান একাদশে জায়গা হারানোর সঙ্গে সঙ্গে জায়গা হারিয়েছেন স্পেন জাতীয় দলেও। লস ব্ল্যাঙ্কোসদের ডেরায় নাম লেখানোর পর লা লিগায় মোট ৬৩০টি ম্যাচের মধ্যে ইস্কো খেলেছেন এক তৃতীয়াংশ ম্যাচ, নির্দিষ্ট করে বলতে গেলে ২৬০টি ম্যাচ।

গুঞ্জন শোনা যাচ্ছে জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে। রিয়ালের হয়ে ২৮ বছর বয়সেই চারটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৬টি শিরোপা জিতেছেন ইস্কো। গ্যালাক্টিকোদের হয়ে সব মিলিয়ে ৩১৩টি ম্যাচে ৫১টি গোল করেছেন ইস্কো।

ইউরোপিয়ান দলবদলের মৌসুম ইস্কো অ্যালাকার্ন জানুয়ারির দলবদল জিনেদিন জিদান রিয়াল ছাড়বেন রিয়াল মাদ্রিদ শীতকালীন দলবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর