Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনায় এই মৌসুমই শেষ মেসির!


২০ নভেম্বর ২০২০ ১৮:২৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১৫:২৯

গত মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে উঠেপড়ে লেগেেছিলেন লিওনেল মেসি। ক্লাবটির হযবরল অবস্থার কারণে ছেড়ে যাওয়ার প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন করেছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু চু্ক্তির প্যাঁচে মেসির পথ আটকে ধরে বার্সা। কাতালান ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি ২০২১ সাল পর্যন্ত। এদিকে বার্সা কর্তৃপক্ষ ও ক্লাবটির ফুটবলাররা বলছেন, তাদের আশা নতুন চুক্তি করবেন মেসি। থেকে যাবেন বার্সেলোনায়। কিন্তু ব্রাজিল ও বার্সার সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড রিভালদো মনে করছেন, এমন ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী রিভালদো বলছেন, বার্সায় এটাই মেসির শেষ মৌসুম।

বিজ্ঞাপন

বেটফেয়ারে লেখা কলামে নিজের দাবির পেছনে যুক্তিও দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী রিভালদো। স্পেনের ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড়েদের বেতনের পেছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করে বার্সেলোনা। ক্লাবটির বেতনের বাজেট ছিল ৬৫ কোটি ৬৪ লাখ ইউরো, সেপ্টেম্বরে যা বেড়ে হয়েছে ৬৭ কোটি ১৪ লাখ ইউরো। এর একটা বড় অংশটা যেতো মেসির কাছে। অনেকে দাবি করতেন, মেসির বেতন বাবদ প্রায় ১০ কোটি ইউরো ব্যয় হতো বার্সার।

বেতনের লাগাম এবার টেনে ধরতে চাইছে ক্লাবটি। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত দর্শকহীন স্টেডিয়ামে খেলা হচ্ছে। ফলে ক্লাবগুলোর আয়ের বড় একটা অংশ বন্ধ হয়ে গেছে। এদিকে নিয়ম আছে, স্পেনের ক্লাবগুলো বেতন বাবদ তাদের আয়ের সর্বোচ্চ ৭০ শতাংশ খরচ করতে পারবে। এসব কারণে বেতন কমাতেই হবে বার্সেলোনাকে। খেলোয়াড়দের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠকও করেছে বার্সা কর্তৃপক্ষ। কিন্তু রাজি হননি খেলোয়াড়রা।

মেসির সঙ্গে নতুন চুক্তি করতে হলেও নিশ্চয় বেতন কমানোর চিন্তা আসবে। সেটা নিয়েই সংশয় রিভালদোর। ক্লাব ছাড়তে চাওয়া একজন ফুটবলারকে বেতন কমানোর প্রস্তাব দেওয়া নিশ্চয় ঝুঁকিপূর্ণ। রিভালদো বলেছেন, ‘বার্সেলোনা এরই মধ্যে খেলোয়াড়দের সঙ্গে বেতন কমানোর ব্যাপারে কথাবার্তা বলেছে। স্কোয়াডের সবার বেতন যেন কমে, সে প্রস্তাব দিয়েছে, যাতে রাজি হয়নি স্কোয়াডের কেউ। বেতন কমানোর জন্য বার্সার এই তোড়জোড় খেলোয়াড়দের কাছে নতুন কিছু নয়। তবে খেলোয়াড় মানুক বা না মানুক, ক্লাবের এসব প্রচেষ্টা দ্বারা বোঝা যায়, মেসির চুক্তি নবায়নের বিষয়টা মোটেও সহজ হবে না।’

ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার মেসির কাছে অন্য ক্লাবের প্রস্তাব অনেক বেশি থাকবে। ও এমনিতেই মৌসুম শুরুর আগে ক্লাব ছাড়তে চেয়েছিল। তাই বোর্ড যদি সেভাবে মেসিকে বুঝিয়ে-সুজিয়ে না রাখতে পারে, তাহলে আমার মনে হয় না বার্সেলোনা বোর্ড আর মেসিকে ধরে রাখতে পারবে।’

বিজ্ঞাপন

বার্সা মেসিকে কীভাবে ধরে রাখতে পারে তার একটা রাস্তাও বাতলে দিয়েছেন রিভালদো, ‘শুধু বার্সেলোনা যদি কোনোভাবে এবার লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ জিততে পারে, কোচ রোনাল্ড কোমান যদি দেখাতে পারেন তাঁর অধীনে বার্সেলোনা সুন্দর ফুটবল খেলছে, তাহলে হয়তো মেসি বার্সায় থাকার বিষয়টা আরও ভালোভাবে ভেবে দেখবে। দুর্ভাগ্যজনকভাবে আমার মনে হচ্ছে, এটাই বার্সার হয়ে মেসির শেষ মৌসুম।’

বার্সার লিগ বা চ্যাম্পিয়নস লিগ জেতাটা মোটেও সহজ হবে না। লিগের শুরুটা মোটেও ভালো হয়নি কাতালান ক্লাবটির। এখন পর্যন্ত স্প্যানিশ লা লিগার সাত ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতেছে বার্সা। পয়েন্টে টেবিলে বার্সার অবস্থান এখন নয় নম্বরে।

বার্সেলোনা রিভালদো লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর