হাসপাতালে ভর্তি হাবিবুল বাশার
১৯ নভেম্বর ২০২০ ১৬:৩৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৬:৫০
ফুসফুসের ইনফেকশন বেড়ে যাওয়ায় গত সোমবার হুট করেই স্বাস্থ্যের চরম অবনতি হয় করোনাক্রান্ত হাবিবুল বাশারের। উদ্ভুত পরিস্থিতিতে চিকিৎিসকের পরামর্শে জাতীয় দলের নির্বাচক ও সাবেক টাইগার দলপতি তাৎক্ষণিকভাবে ভর্তি হন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে।
তিন দিন চিকিৎসা শেষে এখন তিনি আগের চাইতে কিছুটা সুস্থ। জ্বর, শ্বাস-প্রশ্বাসের জটিলতা কিংবা শরীরে কোন ব্যথা নেই। সব ঠিক থাকলে আগামী শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাবিবুল বাশার নিজেই সারাবাংলাকে এতথ্য দিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমি আছি এইতো, সোমবারে হাসপাতালে ভর্তি হয়েছি, এভারকেয়ারে আছি। সোমবারে এসেছিলাম রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে। ডাক্তার বললো যে আপনার ফুসফুসে ইনফেকশনটা বেড়েছে, তো সাথে সাথে ভর্তি করলো হাসপাতাল, চিকিৎসা চলছে। এখানে ভর্তি হওয়ার পর আল্লাহর রহমতে জ্বর নাই। ফুসফুসে ইনফেকশন হয়েছিল যার কারণে জ্বরটা যাচ্ছিল না। এখন ভালো আছি, শ্বাসকষ্ট নেই। যদি সব ঠিক থাকে তবে শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাব।’
গত ৯ নভেম্বর দুপুর থেকে শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করেন হাবিবুল বাশার। শরীরে করোনা হানা দিল কিনা এমন সন্দেহে পরদিন নমুনা দিলে ১১ নভেম্বর জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তারপর বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় দলের এই নির্বাচক।