জীবন ও মানিককে রেখে কাতার গেল বাংলাদেশ
১৯ নভেম্বর ২০২০ ১৩:৪২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৩:৪৩
এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের খেলা শুরু হচ্ছে, বাংলাদেশ দল কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও বাছাইপর্ব শুরু করবে। আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। সেই লক্ষ্যে দোহার উদ্দেশে আজ সকালে দেশ ত্যাগ করেছে ২৫ সদস্যের বাংলাদেশ দল। তবে প্রাথমিক ২৭ জনের স্কোয়াডে থাকলেও করোনায় আক্রান্ত মনজুর হোসেন মানিক এবং হাঁটুর চোটে পড়ে নাবিব নেওয়াজ জীবনের কাতারের প্লেন ধরা হলো না।
মঞ্চ তাদের জন্য প্রস্তুত ছিল, অপেক্ষা ছিল কাতারের ফ্লাইট ধরার কিন্তু শেষ মুহূর্তে জাতীয় দলের টিম হোটেল থেকে বাড়িতে ফিরতে হলো স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনকে। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের শেষ দিকে হাঁটুতে চোট পান জীবন। আর সেটাই কাল হয়ে দাঁড়াল তাঁর কাতারের বিপক্ষে খেলার। এদিকে আগেই করোনা পজিটিভ হওয়ায় ডিফেন্ডার মনজুর হোসেন মানিক এবং প্রধান কোচ জেমি ডে’কে দেশে রেখেই ফ্লাইট ধরেছে বাংলাদেশ।
এর আগে প্রথম লেগে ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে ২-০ গোলে হেরেছিল জেমি ডের শিষ্যরা।
দেশের সংবাদমাধ্যমকে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ‘আমাদের স্কোয়াড ছিল ২৭ জনের। গতকাল কোভিড পরীক্ষার পর মানিককে আমাদের রেখে আসতে হয়েছে, কারণ ওর পজিটিভ আসছে। যদি তিন চার দিন পর আবার পরীক্ষায় সে সেরে উঠে তাহলে তাকে দলে যোগ করা হবে। চোটের কারণে জীবনকেও রেখে দেওয়া হয়েছে। তিন-চার দিনে যদি সে উন্নতি করতে পারে তাহলে সেও চলে আসবে।’
আর জীবন সম্পর্কে সংবাদমাধ্যমকে নিজের ব্যাপারে জানিয়েছেন, অন্তত চার সপ্তাহের আগে মাঠে ফেরা হচ্ছে না তার, ‘ডান হাঁটুর ইনজুরির কারণে যেতে পারছিনা। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধে বল হেড করতে নেপাল গোলকিপারের সাথে চোট পেয়েছি । সে আমার পায়ের উপর পড়ে গিয়েছিল। খেলা শেষ হবার পর ব্যথা ক্রমান্বয়ে বেড়েছে। এম আর আই করা হয়েছে, লিগামেন্ট এমন পর্যায়ে গেছে যে আর একটু হলে ছিঁড়ে যেত। চার সপ্তাহের রেস্ট দিয়েছে, এর মধ্যে কোনোরকম প্র্যাকটিস করা নিষেধ। যেতে পারছিনা, খারাপতো লাগছেই।’
কাতারে পৌঁছে বাংলাদেশ দল তিন দিন কোয়ারেনটাইন করবে, এসময় অবশ্য জিম ও স্যুমিং সুবিধাদি ব্যবহার করতে পারবেন ফুটবলাররা।
কাতারের উদ্দেশে বাংলাদেশ নাবিব নেওয়াজ জীবন বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বনাম কাতার বিশ্বকাপ বাছাই হাটুর ইনজুরি