Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে বিপ্লবের আন্তর্জাতিক প্রস্তুতি


১৮ নভেম্বর ২০২০ ২০:২৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ২০:৩৪

মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমলে বাংলাদেশ ক্রিকেটে ফিরেছে দুই দিনের ম্যাচ দিয়ে। শ্রীলঙ্কার সিরিজ ভেস্তে গেলে প্রথমে সাদা পোশাকে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। তারপর অনুষ্ঠিত হলো বিসিবির প্রেসিডেন্ট’স কাপ নামের ওয়ানডে টুর্নামেন্ট। করোনাকালে টি-টোয়েন্টিটা এখনো খেলা হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে কদিন পর থেকে। আমিনুল ইসলাম বিপ্লব বললেন, এই টুর্নামেন্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে চাইবেন তিনি।

বিজ্ঞাপন

২১ বছর বয়সী তরুণ লেগ স্পিন অলরাউন্ডার খেলবেন ফরচুন বরিশালের হয়ে। কদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া ড্রাফট থেকে বিপ্লবকে কিনেছে বরিশাল।

বুধবার অনুশীলনের ফাঁকে বিপ্লব সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘দীর্ঘদিন আমরা টি-টোয়েন্টি অনুশীলনের মধ্যে ছিলাম না। দীর্ঘদিন আমাদের টি-টোয়েন্টি ম্যাচ প্রিপারেশন নাই। এখানে যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে, নিজেদের প্রমানের ভালো সুযোগ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভালো প্রস্তুতিও নেয়া যাবে।’

টুর্নামেন্টে নিজের এবং দলের লক্ষ্যের কথাও জানালেন বিপ্লব। তরুণ লেগস্পিন অলরাউন্ডার বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের টিম কম্বিনেশন খুব ভালো। সাম্প্রতিক সময়ে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে আমাদের দল হয়েছে। ইনশাআল্লাহ অবশ্যই আমরা চ্যাম্পিয়নের জন্যই যাবো। অবশ্যই নিজের একটা ব্যক্তিগত প্ল্যান আছে। অনেক দিন পর আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে। চেষ্টা করবো নিজেকে মানিয়ে নিয়ে খেলার জন্য। এবং প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফর্ম করার চেষ্টা করবো। ম্যাচ বাই ম্যাচ নিজের দলকে ভালো কিছু দেয়ার চেষ্টা করবো।’

উল্লেখ্য, পাঁচটি দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে নভেম্বরের ২৪ তারিখে।

ফরচুন বরিশালের স্কোয়াড: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।

আমিনুল ইসলাম বিপ্লব টি-টোয়েন্টি ক্রিকেট তামিম ইকবাল ফরচুন বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর