উইন্ডিজদের জন্য কোয়ারেন্টাইন ‘সহজ’ করবে বিসিবি
১৮ নভেম্বর ২০২০ ১৮:২৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৮:৫৩
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। করোনা অতিমারিকালের এই সফরে সফরকারীদের জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা সহজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ক্যারিবীয়দের জন্য থাকছে না ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শর্ত। ঠিক যে পদক্ষেপটি টাইগারদের বিদেশি কোচিং স্টাফদের ক্ষেত্রে নেয়া হয়েছিল।
সিরিজ খেলতে ঢাকায় এসে করোনা টেস্টে নেগেটিভ হলেই অনুশীলনের জন্য মাঠে নামতে নামতে পারবেন সফরকাীরা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ইতোমধ্যে আলোচনাও শুরু করেছে টাইগার ক্রিকেট প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি প্রাঙ্গনে একথা জানান বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
আসন্ন সিরিজে সফরকারী দলটির কোয়ারেন্টাইন নিয়ে তিনি বলেন, ‘আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া রয়েছে, বিদেশি খেলোয়াড় বা কোচ যারা অংশগ্রহন করেন সম্প্রতি যে টুর্নামেন্টটা (বিসিবি প্রেসিডেন্টস কাপ) আমরা করেছি সেখানেও কিছু বিদেশি স্টাফ ছিলেন। তাদের ক্ষেত্রে যে চর্চা আমরা করেছি, তারা আসার পর কোয়ারাইন্টাইনে থাকবেন। তাদের টেস্ট করা হবে, ফল যদি নেগেটিভ হয় তাহলে তারা এভেইলেবল হবে। এভাবেই আমরা চেষ্টা করবো। এভাবেই সরকারের সঙ্গে কথা হচ্ছে।’
সব ঠিক থাকলেই এই সিরিজের মধ্য দিয়েই করোনার ১০ মাসের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
আইসিসি’র এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী আসন্ন এই সিরিজে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের তিনটি টেস্ট, সমান সংখ্যক ওয়ানডে ও ২টি টি টোয়েন্টি খেলার কথা রয়েছে।
নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি