গানম্যান পেলেন সাকিব
১৮ নভেম্বর ২০২০ ১৬:০৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৭:৩৫
আলোচিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়াবে কদিন পর। ক্রিকেটাররা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। সাকিব আল হাসানও তাদের দলে। এদিকে, সাকিবের বুধবারের অনুশীলন প্রায় সবার নজর কাড়ল। অনুশীলনের শুরু থেকে শেষ অবধি বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে আঠার মতো লেগে থাকতে দেখা গেল অস্ত্রোধারী বিসিবির এক নিরাপত্তাকর্মীকে। পরে জানা যায়, ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান পেয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়ায় নিরাপত্তার অংশ হিসেবেই এ ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
গত ১২ নভেম্বর কলকাতায় শ্যামাপূজায় অতিথি হয়ে যাওয়ায় গত পরশু মোহসিন নামক এক তরুণ ফেসবুকে দা উচিয়ে সাকিব আল হাসাক হত্যার হুমকি দেয়। হুমকি পাওয়ার পরপরই নিজের ফেসবুক পেইজে ক্ষমা চান লাল সবুজের নন্দিত এই অল-রাউন্ডার। যদিও পরদিনই ওই হুমকিদাতা গ্রেপ্তার হয়েছে। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে তার নিরাপত্তা নিশ্চিত করতেই টাইগার ক্রিকেট প্রশাসনের এই পদক্ষেপ।
বুধবার (১৮ নভেম্বর) সারাবাংলাকে এতথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেছেন, ‘যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে। তো তার নিরাপত্তার অংশ হিসেবেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।’
এর আগে সাকিবের হুমকির বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি সংবাব মাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এমন কোনো ধরণের বিষয় কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট যারা তাদেরকে বলেছি। তারাও যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিচ্ছে।’