Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নেপাল লড়াইয়ে গোলশূন্য প্রথমার্ধ


১৭ নভেম্বর ২০২০ ১৮:৩২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৯:৪৮

প্রথম ম্যাচে দাপুটে জিতেছে বাংলাদেশ ফুটবল দল। তাই আজ নেপালের বিপক্ষে হার এড়ালেই মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ জিতে নিবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ-নেপাল। সিরিজ জিততে হার এড়ালেই চলবে, তবে বাংলাদেশ নেমেছে জয়ের লক্ষ্য নিয়েই। ওদিকে, নেপালও ঘুরে দাঁড়ানোর হুঙ্কার দিয়ে রেখেছে। প্রথমার্ধ অবশ্য গোলশূন্য শেষ হলো। তবে বাংলাদেশ একাধিক গোলের সুযোগ পেয়েছিল।

বিজ্ঞাপন

২৩ মিনিটে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন সুমন রেজা। কিন্তু তার বাঁ পায়ে নেওয়া চমৎকার শটটি অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৩১ মিনিটে গোল পেতে পারতেন নাবীন নেওয়াজ জীবন। কিন্তু ডানপ্রান্ত থেকে পাওয়া ক্রসে ভলিটা জোড়ালো করতে পারলেন না তিনি। বিরতির তিন মিনিট আগে রহমত মিয়ার ডান পায়ের জোড়ালো শট দারুণ দক্ষতায় রুখে দেন নেপাল গোলরক্ষক। যাতে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যেতে হয়েছে দুই দলকে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই ম্যাচে ডাগ আউটে থাকতে পারেননি বাংলাদেশ দলের কোচ জেমি ডে। তার অনুপস্থিতিতে দল পরিচালনা করছেন সহকারী কোচ স্টুয়ার্ট।

বাংলাদেশ একাদশ: বিশ্বনাথ ঘোষ, মো. রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মো. নাবীব নেওয়াজ, ইয়াসিন খান, সুমন রেজা, মো. ইব্রাহীম, মানিক মোল্লা, সাদ উদ্দিন, আনিসুর রহমান।

নেপাল একাদশ: কিরণ চেমজং, রনজিৎ ধীমল, অনন্ত তামাং, বিকাশ খাওয়াস, শিরিং গুরুং, অঞ্জন বিশতা, আরিক বিশতা, সুজল শ্রেষ্ঠা, তেজ তামাং, ধার্ষান গুরুং, ভারত খাওয়াস।

বিজ্ঞাপন

 

বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর