Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব নয়, খুলনার নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ


১৭ নভেম্বর ২০২০ ১৬:২৮

সাকিব আল হাসান নয়। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনা দলকে নেতৃত্ব দিবেন টাইগার টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে।

করোনার সঙ্গে ৯ দিনের যুদ্ধ শেষে গতকাল নেগেটিভ রিপোর্ট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভাইরাসের সংক্রমন কাটিয়ে উঠায় আগামীকাল থেকেই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন মিস্টার কুল।

২৪ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের বরিশালের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর খুলনা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনায় যারা আছেন: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন (সিনি), এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, মো. শফিউল ইসলাম, শুভাগত হোম, মো. শহিদুল ইসলাম, মো. রিশাদ হোসেন, মো. জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাহমুদউল্লাহ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর