সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন সুনামগঞ্জে গ্রেফতার
১৭ নভেম্বর ২০২০ ১৩:৩০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৬:৪৬
ঢাকা: ফেসবুক লাইভে দা উঁচিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে প্রাণনাশের হুমকিদাতা মহসিন তালুকদারকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে তিনি সাকিবকে ‘কেটে টুকরো টুকরো করে হত্যা’র হুমকি দেন।
এর পরিপ্রেক্ষিতে সিলেট সদর উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মহসিন তালুকদারের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলা দায়ের করার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে র্যাব-৯ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন, ‘বেলা সোয়া ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই এলাকা থেকে মহসিনকে গ্রেফতার করা হয়েছে । সেখানে সে আত্মগোপনে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
ফেসবুক লাইভের মহসিন আর গ্রেফতার মহসিন দেখতে এক নয়- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘দুজন একই ব্যক্তি। সে গতকাল থেকে আত্মগোপনে হাওরে ছিল। সারারাত সে নৌকায় কাটায়। এমনকি গ্রেফতারের পর মহসিন জানিয়েছে, সারারাত সে কিছু খায়নি। এ কারণে হয়তো একই ব্যক্তিকে দুরকম মনে হচ্ছে কারও কারও।’
টপ নিউজ বাংলাদেশ জাতীয় ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুবক গ্রেফতার সাকিব আল হাসান সুনামগঞ্জ থেকে যুবক গ্রেফতার হত্যার হুমকি