আত্মহত্যা করেছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার সজিব
১৫ নভেম্বর ২০২০ ২২:১৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১০:৩৭
আত্মহত্যা করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক সদস্য সজিবুল ইসলাম সজিব। নিজ বাড়ি রাজশাহীর দূর্গাপুরে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আলী রোববার (১৫ নভেম্বর) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শনিবার রাত দশটায় সজিবুল নিজ রুমের দরজা বন্ধ করে দেন। পরদিন সকালে অনেক ডাকাডাকির পরও যখন ভেতর থেকে সাড়া পাওয়া যাচ্ছে না, তখন পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে ভেতরে ঢোকার পর তাকে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় পাওয়া যায়। মারা গেছেন তিনি অনেক আগেই।’
কেন আত্মহত্যা করেছেন, সারাবাংলার করা এমন প্রশ্নে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিবের পরিবারের বরাত দিয়ে জানালেন, ‘তিনি স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন। কিন্তু কোনো দলে সুযোগ পাননি বিধায় হতাশ হয়ে আত্মহত্যা করেছেন।’
বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার ই এম কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সজিব আলী সজিব আমাদের ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ ব্যাচ। সে সর্বশেষ খেলেছে ২০১৭ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ যেটা মালয়েশিয়াতে হয়েছিল। ২০১৮ বিশ্বকাপে সে মূল দলে ছিল না, কিন্তু স্ট্যান্ডবাই ছিল। সে বঙ্গবন্ধু টি টোয়েন্টি খেলতে পারেনি বলে আত্মহত্যা করেছে কিনা সে ব্যাপারে আমি বলতে পারছি না। কিন্তু আমি যতদূর জানি সে প্লেয়ার্স ড্রাফটেই ছিল না। কেননা এখানে খুবই সীমিত সংখ্যক প্লেয়ার সুযোগ পেয়েছে। আমি নিশ্চিত নই এটা কি তার কোনো ব্যক্তিগত ব্যাপার নাকি অন্যকিছু।’
অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আত্মহত্যা করেছেন তরুণ ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সজিব আলী