Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরছেন এমবাপে


১৫ নভেম্বর ২০২০ ১৯:৩৮

গত দুই ম্যাচে আক্রমনভাগ বেশ ভুগিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। দুই ম্যাচে মাত্র একটা গোল আদায় করতে পেরেছে ফরাসি আক্রমণভাগ। হতাশার মধ্যে আজ বেশ ভালো একটা সংবাদ পেলেন ফ্রান্স সমর্থকরা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠেছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানালেন, সুইডেনের বিপক্ষে ফ্রান্সের পরবর্তী ম্যাচে দলে থাকবেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার।

গত ৩১ অক্টোবর পিএসজির হয়ে নঁতের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ খেলার সময় মাংসপেশিতে চোট পান এমবাপে। তাকে ছাড়া খেলতে নেমে ফিনল্যান্ডের বিপক্ষে গোল করতে পারেনি ফ্রান্স। অবশ্য তার পরের ম্যাচে পর্তুগালকে হারিয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে উঠেছে ফরাসিরা। তবে এই ম্যাচে মাত্র একটা গোল পেয়েছিল ফ্রান্স।

বিজ্ঞাপন

নেশনস লিগের পরবর্তী ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স। দলটির কোচ দিদিয়ের দেশম বললেন, ‘সে ওই ম্যাচে দলে থাকবে। খেলতে আগ্রাহী সে এবং প্রস্তুতও।’

মাত্র একটা গোল পেলেও পর্তুগালের বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি দেশম। তারকা এই কোচ বলেছেন, ‘মাঠে নামলো আর জিতলো, এভাবে খেলোয়াড়দের দেখতে পারা দারুণ। এই জয় আমাদের প্রাপ্য, অনেক দৃঢ়তা আর গুনগতসম্পন্ন জয়। আমাদের লক্ষ্য অর্জন করেছি, আমরা চেয়েছিলাম প্রথম হয়ে শেষ করতে। শেষ ম্যাচে যাই ঘটুক না কেন আমরা প্রথমে থাকবো। লক্ষ্যে পৌঁছাতে পেরে ভালো লাগছে, আমি খেলোয়াড়দের নিয়ে খুব গর্বিত।’

কিলিয়ান এমবাপে দিদিয়ের দেশম ফ্রান্স ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর