Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্মোচিত হলো ফরচুন বরিশালের লোগো ও জার্সি


১৪ নভেম্বর ২০২০ ২০:৫৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ২১:০৪

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফরচুন বরিশালের দল পরিচিতি, লোগো ও জার্সি উন্মোচন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আলো ঝলমলে পরিবেশে জার্সি ও লোগো উন্মোচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক এমপি। বরিশাল বিভাগের সংসদ সদস্যগণ, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, সিইও নিজামউদ্দিন চৌধুরী অনুষ্ঠানে ছিলেন। ফরচুন বরিশালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জাহেদ খানও ছিলেন অনুষ্ঠানে।

লোগো ও জার্সি উন্মোচন এবং দল পরিচিতি শেষে সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

এদিকে অনুষ্ঠানে ফরচুন বরিশাল দলের ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি২০ কাপে অংশগ্রহণের লক্ষ্যে-

ফরচুন বরিশাল দলে যারা আছেন: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন।

বিজ্ঞাপন

প্রধান কোচ: সোহেল ইসলাম‌।

সহকারী কোচ: গোলাম মুর্তজা।

ম্যানেজার: হাসিবুল হাসান শান্ত।

ট্রেনার: ইফতেখারুল ইসলাম ইফতি।

তামিম ইকবাল ফরচুন বরিশাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর