২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ
১৪ নভেম্বর ২০২০ ১৭:৪৮ | আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ০৮:২৪
সূচি চুড়ান্ত হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। সূচি অনুযায়ী ২৪ নভেম্বর শুরু হবে বহুল আলোচিত এই টুর্নামেন্ট, এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। প্রথমটি দুপুর দেড়টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত। আর দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে রাত ৯টা ৫০ মিনিটি পর্যন্ত।
তবে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় ও শেষ হবে বিকেল ৫টা ২০ মিনিটে। আর দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা থেকে চলবে রাত ১০টা ২০ মিনিট অবধি। একদিন বিরতিতে প্রতিটি ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াামে অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী, ২৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
২৫ নভেম্বর ম্যাচ নেই। ২৬ নভেম্বর দিনের প্রথম ম্যাচে খুলনাকে মোকাবেলা করবে রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।
২৮ নভেম্বর, দিনের প্রথম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রাম খেলবে জেমকন খুলনার বিপক্ষে। অপর ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ বরিশাল।
৩০ নভেম্বর, দিনের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম। আর দ্বিতীয় ম্যাচে ঢাকার মুখোমুখি হবে খুলনা।
২ ডিসেম্বর, দিনের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ ঢাকা। আর দ্বিতীয়টিতে রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম।
৪ ডিসেম্বর. দিনের প্রথম ম্যাচে বরিশালের মুখোমুখি হবে খুলনা। দ্বিতীয় ম্যাচে ঢাকার মোকাবেলা করবে রাজশাহী।
৬ ডিসেম্বর দিনের প্রথমটিতে চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা। দ্বিতীয়টিতে খুলনা লড়বে রাজশাহীর বিপক্ষে।
৮ ডিসেম্বর, দিনের শুরুতে খেলবে রাজশাহী ও বরিশাল। আর শেষ ম্যাচটি গড়াবে খুলনা ও চট্টগ্রমের মধ্যে।
১০ ডিসেম্বর, দিনের প্রথম ম্যাচে ঢাকার মুখোমুখি হবে খুলনা। আর দ্বিতীয়টিতে বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম।
১২ ডিসেম্বর, দিনের শুরুটা হবে রাজশাহী ও চট্টগ্রামের দ্বৈরথে। আর শেষটায় বরিশালের বিপক্ষে খেলবে ঢাকা।
১৪ ডিসেম্বর, দিনের শুরুতে এলিমিটের ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থস্থানের দল। দ্বিতীয় ম্যাচটি প্রথম কোয়ালিফায়ার। যেখানে টেবিলের শীর্ষ দলের প্রতিপক্ষ দ্বিতীয়স্থানধারী দল। ১৫ ডিসেম্বর, দ্বিতীয় কোয়ালিফায়ার।
দুই দিন বিরতির পর ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনালের জন্য ১৯ ডিসেম্বরকে রিজার্ভ ডে রাখা হয়েছে।