শিরোপা জয়ে আশাবাদী মোস্তাফিজ
১৪ নভেম্বর ২০২০ ১২:৫৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৬:২৯
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম যে দল গঠন করেছে তাতে শিরোপা জয়ে আশাবাদী দলটির ‘এ’ গ্রেডের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, এই মিশনে তাকে দারুণ প্রত্যয়ীও মনে হলো।
আর এমন প্রত্যয়ে তাকে জ্বালানি যোগাচ্ছে দলের ব্যাটিং লাইন আপ। কেননা সেদিনের প্লেয়ার্স ড্রাফটে কোচ মোহাম্মদ সালাহউদ্দিন যাদের বেছে নিয়েছেন তাদের সিংহভাগই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই খ্যাত। ক্ল্যাসিক লিটন দাস, বুমবুম সৌম্য-মোসাদ্দেক, মারকুটে জিয়াউর রহমান-শামসুর রহমান; তারা সকলেই যে কোনো মুহূর্তেই ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে দারুণ পারঙ্গম। আর উইকেটের লামাগ ধরে রাখার প্রয়োজনে মুমিনুল হক তো আছেনই। তারা দলকে একটি লড়াকু সংগ্রহ এনে দিতে পারলে জয়ের বাদবাকি কাজ তাইজুল, মোস্তাফিজ, শরিফুলরা সেরে ফেলবেন। তাই তো ’ফিজ’র এমন প্রত্যয়।
শনিবার (১৪ নভেম্বর) সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মোস্তাফিজ বলেন, ‘চ্যাম্পিয়ন হতে কে না চায় বলেন? আমিও চাই। সেই আশা তো করতেই পারি। কারণ আমাদের দল ভালো হয়েছে। খুব বেশি অভিজ্ঞ কেউ নেই। আমি, লিটন, সৌম্য। গড়ে আমরা খারাপ না। টি-টোয়েন্টিতে যারা ভালো খেলে এমন বেশ কয়েকজন ব্যাটসম্যান আমাদের দলে আছে। আমি খারাপ বলব না। গতকাল সালাহউদ্দিন স্যারও (কোচ গাজী গ্রুপ চট্টগ্রাম) তাই বলছিলেন।’
আট মাসের করোনা বিরতি কাটিয়ে গত মাসে অনুষ্ঠিত তিন দলের বিসিবি প্রেসিডেন্ট’স কাপে বল হাতে নামের সুবিচার করতে পারেননি বাঁহাতি এই পেসার। পারেননি নির্বাচকদের ভরসার প্রতিদান দিতে। কেননা চার ম্যাচে ৮টি উইকেট নিয়ে ছিলেন শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকায় চার নাম্বারে। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দেশ সেরা পেসারের তকমা নিয়েও শীর্ষস্থান হারাতে হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিন ও রুবেল হোসেনের কাছে।
তাহলে কী বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে কী ঘুরে দাঁড়াবেন? না, এমন কোনো ধরাবাঁধা কথা তিনি দেননি। স্রেফ বললেন, নিজেদের সেরাটা দিতে চেষ্টা করবেন।
‘টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারি বা ওরকম কিছু ভাবছি না। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
গাজী গ্রুপ চট্টগ্রাম স্কোয়াড: মোস্তাফিজু রহমান, লিটন দাস, মো. মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, মো. সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।
গাজী গ্রুপ গাজী গ্রুপ চট্টগ্রাম টপ নিউজ পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজুর রহমান