করোনা পজিটিভ হাবিবুল বাশার
১১ নভেম্বর ২০২০ ২৩:৫৮
হাবিবুল বাশার সুমন করোনা পজিটিভ হতে পারেন এ বিষয়টি গতকাল রাতেই অনুমান করা যাচ্ছিল যখন তার স্ত্রী বললেন, ‘ওর খুব জ্বর। আপনারা দোয়া করবেন।’ দুঃখজনকভাবে এক দিন বাদে অনুমান ঠিকই সত্যি হলো। করোনা পজিটিভ হয়েছেন সাবেক টাইগার দলপতি ও জাতীয় দলের বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বুধবার (১১ নভেম্বর) হাবিবুল বাশার নিজেই সারাবাংলা কে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ‘দুই দিন প্রচণ্ড জ্বর ছিল। আজকে কিছুটা কম। কাশি, শরীর ব্যথা, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নেই। গতকাল টেস্ট করিয়েছি, আজকে রিপোর্ট পেয়েছি, পজিটিভ। ‘
হাবিবুল বাশার সুমনের আগে সম্প্রতি করোনা পজিটিভ হয়েছেন ২ টাইগার সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ ও মমিনুল হক।