Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন


১১ নভেম্বর ২০২০ ১৯:২৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২০ ২০:০৫

ঢাকা: এসএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত ৯৯ স্পোর্টস ক্লাবের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। ১৩ নভেম্বর ও ১৪ নভেম্বর দুইদিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিবে ছয়টি দল।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছে আয়োজকরা। এ দিন টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দলের খেলোয়াড়দের নামও ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

৯৯ স্পোর্টস ক্লাবের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেবে। এই দলগুলির নাম হলো, ৯৯ বলস অব ফায়ার, ৯৯ গ্লাডিয়েটর, ৯৯ ব্রেভ হার্ট, ৯৯ ফ্রেন্ডস ফাইটারস, ৯৯ ভিক্টোরিয়ান্স ও ৯৯ জিএমজি বুলেট।

জয়, পরাজয় নয় বরং অংশগ্রহণের মাধ্যমে সকলের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

১৩ ও ১৪ নভেম্বর দুই দিনব্যাপী উত্তরার ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে এই টুর্নামেন্টের খেলাগুলি অনুষ্ঠিত হবে।

৯৯ স্পোর্টস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর