আইপিএল ২০২০: ব্যাটে সেরা রাহুল, বলে রাবাদা
১১ নভেম্বর ২০২০ ১০:২৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৩:৪৩
টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে পঞ্চমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয় করল মুম্বাই ইন্ডিয়ান্স। আর এর মধ্য দিয়েই পর্দা নামল বহুল আলোচিত ২০২০ আইপিএল’র। এবার ঘরের মাঠে আইপিএল আয়োজন করতে না পেরে তা নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই ফ্রাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজিত হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস ফাইনালে লড়াই করে, সেখানে রোহিত শর্মার দারুণ এক ফিফটিতে ৫ উইকেট হাতে রেখেই দিল্লির দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে মুম্বাই। শিরোপা ঘরে তোলা মুম্বাই ইন্ডিয়ান্সদেরই এবারের টুর্নামেন্টে সেরাদের সেরার পুরস্কার জয়ের তালিকায়ও চ্যাম্পিয়নদের আধিপত্য।
এক নজরে আইপিএল’র সেরা পারফর্মার:
প্রায় দুই মাসের লড়াই শেষ হলো দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে। আগে ব্যাটিং করে ১৫৬ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে অধিনায়ক রোহিত শর্মার ৫১ বলে ৬৮ রানের ইনিংস ও ঈশান কিষাণের ১৯ বলে ৩৩ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটের জয়ে শিরোপা ধরে রাখে মুম্বাই।
চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এই আসরের ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও জিতেছে। ফেয়ার প্লে পয়েন্ট তালিকায় মুম্বাইয়ের ঠিক পরের অবস্থানেই আছে সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া চেন্নাই সুপার কিংস। অপরদিকে রানার-আপ দিল্লি এই তালিকার সাতে।
ফাইনালের ম্যাচ সেরা ট্রেন্ট বোল্ট মাত্র ৩০ রানের বিনিময়ে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়াও এবারের আইপিএল’র পাওয়ার প্লেয়ার পুরস্কারটিও গেছে তাঁর কাছে। টুর্নামেন্ট জুড়ে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ১৬টি উইকেট শিকার করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই কিউই পেসার।
এবারের টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদূত পাড়িক্কালের ঝুলিতে। এবারই প্রথমবার আইপিএল খেলতে নেমেন পড্ডিকেল আর তাতেই বাজিমাৎ। মোট ১৫টি ম্যাচে ১২৪ দশমিক ৮ স্ট্রাইক রেটে দেবদূতের ব্যাট থেকে এসেছে ৪৭৩ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সেরও ওপরে অবস্থান এই তরুণ ব্যাটসম্যানের।
প্লে-অফের আগেই বাদ পড়ে গেলেও এই আসরের অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান) ধরে রেখেছেন লোকেশ রাহুল। টুর্নামেন্টের গেম চেঞ্জারও নির্বাচিত হয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। মোট ১৪ ম্যাচে একটি শতক ও ৫টি অর্ধশতকে তাঁর মোট সংগ্রহ ৬৭০ রান।
রানার্সআপ দিল্লির কাগিসো রাবাদা জিতেছেন পার্পল ক্যাপ। টুর্নামেন্ট সর্বোচ্চ ৩০টি উইকেট (১৭ ম্যাচে) শিকার করেছেন দক্ষিণ আফ্রিকান এই তরুণ পেসার।
সর্বোচ্চ ছয় হাঁকানোর পুরস্কারটি গেছে মুম্বাইয়ের ঈশান কিশানের ঝুলিতে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৪ ম্যাচে হাঁকিয়েছেন ৩০টি ছক্কা। অপরদিকে, আসরের সুপার স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন মুম্বাইয়ের কাইরন পোলার্ড। ১৭ ম্যাচ শেষে তার স্ট্রাইক রেট ১৯১.৪২।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্লে-অফে বাদ পড়া রাজস্থান রয়্যালসের জফরা আর্চার। তার এই পুরস্কার জয়ের কারণ বোলার হিসাবে ২০টি উইকেট শিকার ও ১৭৫টি ডট বল, ফিল্ডার হিসাবে ৫টি ক্যাচ ও ব্যাটসম্যান হিসাবে হাঁকানো ১০টি ছক্কা।
সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকা:
প্লেয়ার (দল) | ম্যাচ | মোট রান | সর্বোচ্চ স্কোর | গড় | স্ট্রাইক রেট | ৫০/১০০ | ৪/৬ |
লোকেশ রাহুল (কিংস ইলেভেন পাঞ্জাব) | ১৪ | ৬৭০ | ১৩২* | ৫৫.৮৩ | ১২৯.৩৪ | ৫/১ | ৫৮/২৩ |
শেখর ধাওয়ান (সানরাইজার্স হায়দ্রাবাদ) | ১৭ | ৬১৮ | ১০৬* | ৪৪.১৪ | ১৪৪.৭৩ | ৪/২ | ৬৭/১২ |
ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দ্রাবাদ) | ১৬ | ৫৪৮ | ৮৫* | ৩৯.১৪ | ১৩৪.৬৪ | ৪/০ | ৫২/১৪ |
শ্রেয়াস আইয়ার (দিল্লি ক্যাপিটালস) | ১৭ | ৫১৯ | ৮৮* | ৩৪.৬০ | ১২৩.২৭ | ৩/০ | ৪০/১৬ |
ঈশান কিশান (মুম্বাই ইন্ডিয়ান্স) | ১৪ | ৫১৬ | ৯৯ | ৫৭.৩৩ | ১৪৫.৭৬ | ৪/০ | ৩৬/৩০ |
কুইন্টন ডি কক (মুম্বাই ইন্ডিয়ান্স) | ১৬ | ৫০৩ | ৭৮* | ৩৫.৯২ | ১৪০.৫০ | ৪/০ | ৪৬/২২ |
সূর্যকুমার যাদব (মুম্বাই ইন্ডিয়ান্স) | ১৬ | ৪৮০ | ৭৯* | ৪০.০০ | ১৪৫.০১ | ৪/০ | ৬১/১১ |
দেবদূত পাড্ডিকেল | ১৫ | ৪৭৩ | ৭৪ | ৩১.৫৩ | ১২৪.৮০ | ৫/০ | ৫১/৮ |
বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) | ১৫ | ৪৬৬ | ৯০* | ৪৩.৩৬ | ১২১.৩৫ | ৩/০ | ২৩/১১ |
এবি ডি ভিলিয়ার্স (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) | ১৫ | ৪৫৪ | ৭৩* | ৪৫.৪০ | ১৫৮.৭৪ | ৫/০ | ৩৩/২৩ |
সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকা:
বোলার | ম্যাচ | ওভার | উইকেট | রান | বোলিং গড় | ইকোনোমি রেট | সেরে বোলিং |
কাগিসো রাবাদা (দিল্লি ক্যাপিটালস) | ১৭ | ৬৬.৪ | ৩০ | ৫৪৮ | ১৮.২৬ | ৮.৩৪ | ৪/২৪ |
জাসপ্রিত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স) | ১৫ | ৬০ | ২৭ | ৪০৪ | ১৪.৯৬ | ৬.৭৩ | ৪/১৪ |
ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ান্স) | ১৫ | ৫৭.২ | ২৫ | ৪৫৭ | ১৮.২৮ | ৭.৯৭ | ৪/১৮ |
এনরিখ নরজে (দিল্লি ক্যাপিটালস) | ১৬ | ৬১ | ২২ | ৫১২ | ২৩.২৭ | ৮.৩৯ | ৩/৩৩ |
যুজবেন্দ্র চাহাল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) | ১৫ | ৫৭.১ | ২১ | ৪০৫ | ১৯.২৮ | ৭.০৮ | ৩/১৮ |
এছাড়াও রশিদ খান ২০টি, জফরা আর্চার ২০টি, জেসন হোল্ডার ১৪টি উইকেট শিকার করেছেন।
আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই বনাম দিল্লি রোহিত শর্মা