Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপা জিততে ১৫৭ রান প্রয়োজন মুম্বাইয়ের


১০ নভেম্বর ২০২০ ২১:৫১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম শিরোপা জিততে ১৫৭ রান প্রয়োজন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের। করোনাকালের আইপিএল ফাইনালে আজ প্রথমে ব্যাটিং করে ১৫৬ রান তুলেছে তারুণ্যনির্ভর দিল্লি ক্যাপিটালস।

এবার পুরো আসরেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে মুম্বাই। গ্রুপ পর্বের ১৪ ম্যাচের ৯টিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রোহিত শর্মার দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ফাইনালের প্রথম ইনিংসেও দাপট দেখাল আইপিএলের সবচেয়ে সফল দলটি। টস হেরে প্রথমে বোলিং করতে নেমে শুরুতেই দিল্লিকে চেপে ধরে মুম্বাই।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথম বলেই মার্কাস স্টায়নিসকে ফেরান ট্রেন্ট বোল্ট। ইনিংসের তৃতীয় ওভারে আজিঙ্কা রাহানেকেও ফেরান মুম্বাইয়ের কিউই পেসার। খানিক পরে শিখর ধাওয়ান যখন ১৩ বলে ১৫ করে ফিরলেন দিল্লির স্কোর তখন ২২/৩। দুই তরুণ শ্রেয়াস আয়ার ও ঋষভ পন্ট এরপর দারুণ ব্যাটিং করেছেন। তবুও দিল্লি বড় স্কোর পেলো না শুরুর ওই ধাক্কার কারণেই।

চতুর্থ উইকেটে শ্রেয়াস-পন্টের জুটি ছিল ৯৬ রানের। ফিফটির পর রানের গতি বাড়াতে পন্ট ফিরেছেন দলীয় ১১৮ রানের মাথায়। তারপর আবারও মন্থর হয়ে পরে দিল্লির রান তোলার গতি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রানের মাঝারি স্কোর গড়েছে তারুণ্যনির্ভর দলটি।

পন্ট ৩৮ বল খেলে ৪টি চার ২টি ছয়ে ৫৮ রান করেছেন। শ্রেয়াস ৫০ বলে ৬টি চার ২টি ছয়ে ৬৫ রান করে শেষ অবদি অপরাজিত ছিলেন। মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩০ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন। ২৯ রানে দুই উইকেট নিয়েছেন নাথান কোল্টার-নীল।

আইপিএল ২০২০ দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর