Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট উইন্ডিজকে বায়ো বাবল পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি


১০ নভেম্বর ২০২০ ১৭:১৬

টেস্ট, ওয়ানেডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। অতিমারিকালের সিরিজটি আয়োজনের জন্য সফরকারী দেশটির বোর্ড বরাবর ইতোমধ্যেই বায়ো বাবল বা জৈব সুরক্ষা পরিকল্পনা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেখান থেকে ইতিবাচক সাড়া এলে সিরিজ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে টাইগার ক্রিকেট প্রশাসন।

অবশ্য শুধুই উইন্ডিজ বোর্ডকে নয়, মহামারিকালে স্বাস্থ্যবিধি বজায় রেখে সিরিজটির সফল আয়োজনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরেও পরিকল্পনাটি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চত্বরে সংবাদমাধ্যমকে একথা জানিয়েছে বিসিবি’র প্রধান নির্বাহী কর্তকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের যে যোগাযোগ আর সেটার ভিত্তিতে আমরা একটা বায়ো বাবল প্লান পাঠিয়েছি। এটা আমরা সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরকেও আমরা পাঠিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের ফিডব্যাকটা আসলে আমরা হয়তো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’

‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ থেকে যতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে এবং যে বিষয়গুলো আমাদের মুল লক্ষ্য এফটিপিতে সেটাকে সম্পন্ন করে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে করা যায় চেষ্টা করা হচ্ছে। । তো সেটার ব্যাপারেও আমরা কাজ করছি বাট এ ব্যাপারগুলোতে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি।’ যোগ করেন নিজাম উদ্দিন চৌধুরী।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর