বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে দর্শক প্রবেশের কথা ভাবছে বিসিবি
১০ নভেম্বর ২০২০ ১৬:৩৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৬:৩৮
৭ মাস বিরতির পরে গেল মাসে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ দিয়ে প্রতিযোগিতামুলক ক্রিকেট ফিরলেও অতিমারির কারণে সরকারি বিধিনিষেধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেই টুর্নামেন্টে দর্শকদের প্রবেশাধীকার দেয়নি টাইগার ক্রিকেট প্রশাসন। এমন কোন ভাবনাও তাদের ছিল না। তবে প্রেসিডেন্ট’স কাপে এমন ভাবনা না থাকলেও আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দর্শক উপস্থিতি নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
এই মর্মে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে তারা আলোচনা করবেন। এরপর মহামারিকালে দেশর ক্রিকেটের স্বার্থে যেটা কল্যাণকর হয় তাই করবে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক এই সংস্থা।
মঙ্গলবার (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রা্ঙ্গনে সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে সে অনুযায়ী আমাদের দর্শক, সাধারণ দর্শকদের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করে যেটা বাস্তবে সম্ভব এবং ওই সময় যেটা পারমিট করবে সেভাবেই আমরা করব।’
চলতি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রস্তুতি অনেকখানিই সেরেছে বিসিবি। ইতোমধ্যেই দলের নাম চুড়ান্ত হয়েছে, প্লেয়ারদের ফিটনেস পরীক্ষা শেষ, সম্প্রচার চূড়ান্ত এবং ড্রাফটের দিন-তারিখও চূড়ান্ত হয়ে গেছে (১২ নভেম্বর)। এরপর বাদ বাকি বিষয়গুলোও অনতি বিলম্বেই শেষ হবে বলে জানালেন টাইগার ক্রিকেটের এই নির্বাহী প্রধান।
‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০ নিয়ে আমরা অনেকদুর এগিয়েছি। আমরা এখন পর্যন্ত আমাদের টিম স্পন্সর যেটা সেটা আমরা চূড়ান্ত করেছি। এর বাইরেও আমাদের যে ব্রডকাস্টিং বিষয়টা ছিল সেটাও আমরা চূড়ান্ত করেছি এবং যেটা আছে অন্যান্য যে… রাইটস, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। খুব শিগগিরই বিষয়গুলো চূড়ান্ত হবে।’
৫ দলের অংশগ্রহনে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে চার ছক্কার বিনোদনে টইটুম্বরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হল; গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা।
টপ নিউজ নিজামউদ্দিন চৌধুরী সুজন পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বিসিবি