Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি চ্যালেঞ্জের শিরোপা জয় সালমার ট্রেইলব্লেজার্সের


১০ নভেম্বর ২০২০ ০৮:৩৫

প্রথমবারের মতো উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে গিয়েছিলেন টাইগ্রেস অলরাউন্ডার সালমা খাতুন আর প্রথমবারেই বাজিমাৎ। ফাইনালে সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে তাঁর দল ট্রেইলব্লেজার্স। এদিন দুর্দান্ত এক অর্ধশতকে ট্রেইলব্লেজার্সকে লড়াকু সংগ্রহ এনে দেন অধিনায়ক স্মৃতি মান্ধানা।

মেয়েদের আইপিএল হিসেবে খ্যাত উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত হয় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনালে স্মৃতি মান্ধানার দুর্দান্ত অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ট্রেইলব্লেজার্স সর্বসাকুল্যে তুলতে পারে মাত্র ১১৮ রান। ১১৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস থামে ১০২ রানে, আর তাতেই প্রথমবারের মতো শিরোপা উল্লাসে মাতে ট্রেইলব্লেজার্স।

বিজ্ঞাপন

ডেথ ওভারে এদিন দুর্দান্ত বোলিং করেন সালমা খাতুন। বল হাতে চার ওভারে মাত্র ১৮ রানের বিনিময়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভুমিকা রাখেন এই টাইগ্রেস।

১১৯ রানের লক্ষ্যে প্রথমেই ৩৭ রানে তিন উইকেট হারানো সুপারনোভাসকে জয়ের পথে রেখেছিলেন হারমানপ্রিত এবং শশিকলা সিরিবর্ধনে। এক সময় মনে হচ্ছিল এই দুইয়ে মিলে দলকে জয় এনে দিয়েই ছাড়বেন। তবে ট্রেইলব্লেজার্সের জন্য আশির্বাদ হয়ে আসেন সালমা খাতুন। নিজের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে সিরিবর্ধনের উইকেট তুলে নিয়ে ভাঙেন ৩৭ রানের জুটি। এর আগে অবশ্য প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

শেষ দুই ওভারে জয়ের জন্য সুপারনোভাসের দরকার ছিল মাত্র ২৮ রানের, সেই সময়েই বল তুলে দেওয়া হয় সালমার হাতে। ১৯তম ওভারে সালমা ট্রেইলব্লেজার্সের জয় এক প্রকার নিশ্চিতই করে ফেলেন। ওই ওভারে মাত্র ৪ রান দিয়ে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট আর তাঁর ওই ওভারেই রান আউটে কাঁটা পড়ে আরও একটি উইকেট। তাঁর দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন আনুজা পাতিল। পরের বলে নেন সবচেয়ে বড় উইকেট, বোল্ড করে ফেরান হারমানপ্রিতকে। ৩৬ বলে অধিনায়ক করেন ৩০। পঞ্চম বলে সালমা নেন পুজা ভাস্ত্রাকারের উইকেট। আর তাতেই শেষ ওভারে সুপারনোভাসের জয়ের জন্য দরকার পড়ে ২৪ রানের।

বিজ্ঞাপন

শেষ ওভারে সুপারনোভাস কেবল ৮ রানই তুলতে পারে আর তাতেই ১৬ রানের জয়ে শিরোপা নিশ্চিত হয় সালমা খাতুনের ট্রেইলব্লেজার্সের।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানার দুর্দান্ত ব্যাটিংয়ে ১১৮ রান তোলে ট্রেইলব্লেজার্স। মাত্র ৩৮ বলে অর্ধশতক তুলে নেওয়া স্মৃতি স্ট্যামিং হয়ে থামার আগে ৪৯ বলে ৬৮ রান করেন। তিনি ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ট্রেইলব্লেজার্সের ব্যাটিং লাইন আপ। শেষ পাঁচ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলতে পারে কেবল ১৭ রান। শেষ ওভারেই আউট হন চার জন! তবে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয় তারা।

সুপারনোভাসের হয়ে বাঁহাতি স্পিনার রাধা যাদব একাই নেন ১৬ রানে ৫ উইকেট। তবে শেষ পর্যন্ত সালমাদের দুর্দান্ত বোলিংয়ে শিরোপা নিশ্চিত হয়ে ট্রেইলব্লেজার্সেরই।

টুর্নামেন্টের তিনটি ম্যাচের সবকটিতেই খেলেছেন সালমা। প্রথম ম্যাচে দুই ওভার বল করে ছিলেন উইকেটশূন্য, পরের ম্যাচে ২৫ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট আর ফাইনালে মাত্র ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে দলকে জেতালেন শিরোপা। তিনি ছাড়াও এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো খেলেছেন জাহানারা আলম। এবার তাঁর দল ফাইনালে উঠতে না পারায় খেলেছেন দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ২টি উইকেট নিয়ে দলের জয়ে রেখেছিলেন অবদান। দ্বিতীয় ম্যাচে দল হারে বড় ব্যবধানে, জাহানারা পাননি বোলিং।

উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ মেয়েদের আইপিএল শিরোপা জয় সালমা খাতুন সুপারনোভাস বনাম ট্রেইলব্লেজার্স

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর