৩৭৬ দিন পর হোম অব ক্রিকেটে সাকিব
৯ নভেম্বর ২০২০ ১০:৫২ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ১১:৩৭
সাকিব আল হাসান সবশেষ হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় এসেছিলেন ঠিক ৩৭৫ দিন আগে। ২০১৯ সালের ২৯ অক্টোবর কর্মস্থল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসেছিলেন আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর প্রটোকল অনুযায়ী সংবাদমাধ্যমের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করে শোনাতে।
এরপর নিষেধাজ্ঞার কারণে গত এক বছরে বিসিবির চৌহদ্দিতে পা রাখতে পারেননি বিশ্বনন্দিত এই অলরাউন্ডার। জুয়াড়ি প্রস্তাব গোপন করা এক বছরের যে নিষেধাজ্ঞা ছিল তা উঠে গেছে ২৯ অক্টোবর। ফলে এখন তিনি মুক্ত এবং কর্মস্থল বিসিবিতে আসতেও তার কোন বাধা নেই।
সোমবার (৯ নভেম্বর) সকালে তিনি মিরপুরে এসেছিলেন ফিটনেস টেস্ট এর উদ্দেশ্য। চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে পাঁচ দলে বঙ্গবন্ধুর টি-টোয়েন্টি কাপ। সেখানে অংশ নিতে বিসিবির ব্যবস্থাপনায় আয়োজিত এই টেস্ট করাতে সাকিবের আশা।
দুই দিনের এই ফিটনেস টেস্টে সাকিবসহ অংশ নিচ্ছেন ১১৩ ক্রিকেটার। মঙ্গলবার টেস্টের দ্বিতীয় ও শেষ দিন।
টপ নিউজ পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বিসিবি সাকিব আল হাসান সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা