সাকিব-আশরাফুলদের ফিটনেস পরখ করে দেখতে বিপ টেস্ট
৮ নভেম্বর ২০২০ ২০:০৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ০১:১০
গেল মাসে হাই পারফরম্যান্স দলের (এইচপি) অনুশীলন ক্যাম্প সামনে রেখে আফিফ-আকবরদের ফিটনেস লেভেল পরখ করে দেখতে ইয়ো ইয়ো টেস্টের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। গুঞ্জন ছিল, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে হলে সাকিব আল হাসান ও মোহাম্মদ আশরাফুলসহ মোট ১১৩ ক্রিকেটারকেও ফিটনেস প্রমাণের সেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু না, ইয়ো ইয়ো’র বদলে বহুল প্রচলিত বিপ টেস্টের মধ্য দিয়েই তাদের যেতে হচ্ছে।
ইয়ো ইয়ো’র বদলে বিপ টেস্ট নেয়া হচ্ছে কারণ এই টেস্টের সঙ্গে ক্রিকেটাররা ঢেঢ় পরিচিত, অভ্যস্ত ও স্বাচ্ছন্দ।
রোববার (৮ নভেম্বর) বিসিবি’র পাঠানো এক ভিডিও বার্তায় একথা জানালেন ট্রেনার তুষার কান্তি হাওলাদার।
তিনি বললেন, ন্যাশনাল লিগ বা বিসিএল খেলার জন্য যারা জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিল তাদের বিপ টেস্টটাই নেওয়া হয়েছে। আগামীকালকের টেস্টেও তাদের এই টেস্টটাই রাখা হবে। কারণ নতুন একটা টেস্ট, আমরা আপাতত ইয়ো ইয়ো’টা করছি না ওদের জন্য। কারণ তারা বিপ টেস্ট দিয়ে অভ্যস্ত। তো এখন তারা এই টেস্টই দেবে। এরপর হয়তো ইয়ো ইয়ো’টা ইন্ট্রোডিউস করব তাদের জন্য।’
সব ঠিক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বহুল আলোচিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। সেই লক্ষ্যে ইতোমধ্যেই অংশগ্রহণকারী পাঁচ দলের নাম চূড়ান্ত করে ঘোষণাও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অংশগ্রহণকারী দলগুলো হলো; গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা। পাঁচ দলের পৃষ্ঠপোষকেরা আগামী ১২ নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে স্ব স্ব দল গঠন করবে।
এদিকে টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকায় ফিরেছেন লাল সবুজের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টের শুরু থেকে থাকছেন না দেশের আরেক নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মুর্ত্তজা। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা দেশ সেরা এই দলপতি হয়তো টুর্নামেন্টের মাঝামাঝি ফিরতে পারেন বলে আশা করছেন নির্বাচক মন্ডলীর সদস্যরা।
পাঁচ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৯ ও ১০ নভেম্বর ১১৩ ক্রিকেটারকে ফিটনেস টেস্টের জন্য ডাকা হয়েছে। এবার আসুন দেখে এই দুই দিনে কারা বিপ টেস্ট দিচ্ছেন:
সোমবার (সকাল ১০টা থেকে ১১টা):
সাকিব আল হাসান, জহুরুল ইসলাম অমি, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, অলক কাপালী, শামসুর রহমান, শহিদুল ইসলাম, জাকের আলি, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, রকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরি।
সোমবার (সকাল ১১টা থেকে দুপুর ১২টা):
শুভাশিস রায়, মোহর শেখ, মো. নুরুজ্জামান, সাখাওয়াত হোসেন সাইমন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, সঞ্জিত সাহা, মনির হোসেন খান, নূর হোসেন সাদ্দাম, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরি, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলি, জাকির হাসান।
সোমবার (দুপুর ১২টা থেকে ১টা):
সৈকত আলি, দেলোয়ার হোসেন, তানবীর হায়দার খান, মেহেদি মারুফ, রবিউল হক, নাসির হোসেন, তাসামুল হক, মিজানুর রহমান, সালাউদ্দিন সাকিল, নাঈম ইসলাম, নাঈম ইসলাম জুনিয়র, সালমান হোসেন, হোসেন আলি, জুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস, পিনাক ঘোষ, আল আমিন জুনিয়র, ফারদিন হোসেন, রবিউল ইসলাম রবি, সুজন হাওলাদার।
সোমবার (দুপুর ১টা থেকে ২টা):
অমিত মজুমদার, আব্দুর রাজ্জাক, জাবিদ হোসেন, নিহাদ উজ জামান, হাবিবুর রহমান, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, আলাউদ্দিন বাবু, আব্দুল হালিম, শরিফউল্লাহ, মাইশুকুর রহমান, রাকিন আহমেদ, মানিক খান, ইফরান হোসেন, জয়রাজ শেখ, নাহিদুল ইসলাম, মেহরাব হোসেন জোসি।
মঙ্গলবার (সকাল ১০টা থেকে ১১টা):
আমির আহমেদ, শাকিল হোসেন, আলি আহমেদ মানিক, রায়হান উদ্দিন, শাহবাজ চোহান, মাসুম খান, টিপু সুলতান, শাহনূর রহমান, মাহমুদুল হক সেন্টু, আলিস আল ইসলাম, মাসুম খান টুটুল, জসিম উদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মইনুল ইসলাম সোহেল, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, তুষার ইমরান, শফিউল হায়াত, ইমরান আলি।
মঙ্গলবার (সকাল ১১টা থেকে ১২টা):
আহমেদ সাদিকুর রহমান, ইলিয়াস সানি, শাখাওয়াত হোসেন, শেনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, ইমরানউজ্জামান, ইমতিয়াজ হোসেন, নাজমুল হোসেন মিলন, রাসেল আল মামুন, সাজ্জাদুল হক রিপন, আসিফ হাসান, মোহাম্মদ আজিম, আসাদুল্লাহ হিল গালিব।
ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপ টেস্ট বিসিবি মোহাম্মদ আশরাফুল সাকিব আল হাসান