রোনালদোর গোলের পরেও লাৎজির সঙ্গে জুভেন্টাসের ড্র
৮ নভেম্বর ২০২০ ১৯:২৮ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ১৯:৪২
ম্যাচের ৭৬ মিনিটে অস্বস্তি বোধ করায় ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে পাওলো দিবালাকে মাঠে নামান জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো। তবে মাঠ ছাড়ার আগে গোল করে জুভেন্টাসকে ১-০ গোলে এগিয়ে রেখে ছিলেন রোনালদো। শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি জুভেন্টাস। খেলার অন্তিম মুহূর্তে লাৎজিও গোল করে সমতায় ফেরে। আর খেলা শেষ হয় ১-১ গোলের ড্র’তে।
করোনাভাইরাস থেকে সেরে উঠে স্পেৎজির সঙ্গে জোড়া গোল করে রোনালদো ফিরেছেন বলে জানান দিয়েছিলেন। এরপর চ্যাম্পিয়নস লিগে গোল না পেলেও অ্যাসিস্ট করে দলের জয়ে ভূমিকা রাখেন। এরপর লাৎজিওর বিপক্ষে ম্যাচে ১৫তম মিনিটে হুয়ান কুয়াদ্রাদোর অ্যাসিস্ট থেকে গোল করে জুভেদের এগিয়ে নেন রোনালদো। খেলার ৩৭তম মিনিটে দ্বিতীয় গোলও পেয়ে যেতে পারতেন রোনালদো। তবে সে যাত্রায় বল গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়।
মিনিট পাঁচেক পর দ্বিতীয় গোলের আরও কাছে চলে যান রোনালদো। তবে এবার বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। লাৎজিওর ডি বক্সে ঢুকে দুর্দান্ত এক শট নেন রোনালদো, বাঁকানো শটে পরাস্থ হন লাৎজিও গোলরক্ষক রেইনা। তবে রোনালদোর দুর্ভাগ্য, গোলপোস্টে লেগে বলে বাইরে চলে যায়। আর প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে রোনালদোর আরও এক প্রচেষ্টা ব্যর্থ হয় পেপে রেইনার দুর্দান্ত সেভে। আর প্রথমার্ধ শেষের আগে আরও একবার গোল বঞ্চিত হন তিনি। এতেই প্রথমার্ধ শেষে ১-০’তে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।
দ্বিতীয়ার্ধে দুই দলই দুর্দান্ত কিছু আক্রমণ করে কিন্তু কিছুতেই দেখা মিলছিল না গোলের। এর মধ্যে ম্যাচের ৭৬ মিনিটে পায়ে চোট পান রোনালদো। তবে তাঁকে নিতে ঝুঁকি নিতে না চাওয়ার কারণেই মাঠ থেকে তুলে নেওয়া হয় রোনালদোকে। পর্তুগিজ এই তারকার পরিবর্তে মাঠে নামেন পাওলো দিবালা। রোনালদো মাঠ ছাড়ার পর লাৎজিও আক্রমণ বাড়িয়ে দেয়। যার ফলাফলের দেখা মেলে ম্যাচের নির্ধারিত সময় শেষ হলেও। যোগ করা অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে ওয়াকিন কোরেয়ার অ্যাসিস্ট থেকে লাৎজিওর হয়ে গোল করেন ফিলিপ চাইসেদো।
আর তাতেই ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচটি। এই ড্র’তে সাত ম্যাচে তিন জয় আর ৪ ড্র’তে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে জুভেন্টাস। অন্যদিকে এক ম্যাচ কম খেলে পাঁচ জয় এবং একটি ড্র’তে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে এসি মিলান।
২০২০/২১ মৌসুম ইতালিয়ান সিরি আ ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস বনাম লাৎজিও