ইতিহাদে সিটি-লিভারপুল মহারণ আজ
৮ নভেম্বর ২০২০ ১৭:৩৩ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ১৮:০৯
ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি এগুচ্ছে অনেকটা গত মৌসুমের মতোই। ইয়ূর্গের ক্লপের লিভারপুল নতুন মৌসুমে বেশ ধারাবাহিক। ৭ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে দলটি। অন্য দিকে অধারাবাহিক সিটি ৬ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতে আছে টেবিলের ১২ নম্বরে। প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে এই দু’দল।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মহারণ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত সারে ১০টায়। গত বছরের নভেম্বরে ইতিহাদে গিয়ে সিটিকে হারিয়ে এসেছিল লিভারপুল। ক্লপের দল লিগ জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল ওই জয়টার কল্যাণে। এবারের পরিস্থিতি অবশ্য ভিন্ন।
করোনার কারণে ঠিক সময়ে শুরু হয়নি লিগ। মাত্র ৭-৮টি করে ম্যাচ খেলেছে দলগুলো। তারপরও এক দল অরেক দলকে যে বিন্দুমাত্র ছাড় দিবে না তা নিশ্চিত। ফেভারিট তত্ত্বে দুই দলের বাক্সেই হয়তো ভোট পড়বে। নিজেদের মাঠে খেলা বলে পেপ গার্দিওলার ম্যানসিটি একটা সুবিধা পাবে নিশ্চিত। তবে দুর্বলতাও আছে গার্দিওলার দলের।
আক্রমণভাগে আগের মতো আর ধার নেই। সার্জিও আগুয়েরো ইনজুরিতে। গ্যাব্রিয়েল জেসুস সবে ইনজুরি থেকে ফিরছেন বটে কিন্তু ছন্দ খুঁজে পাননি। ওদিকে লিভারপুলের আক্রমণভাগ আছে দারুণ ফর্মে। ডিয়েগো জোতা শেষ ৪ ম্যাচে করেছেন ৬ গোল। ফেরার অপেক্ষায় আছেন রবের্তো ফিরমিনো। মোহাম্মদ সালাহ ও সাদিও মানে আছেনই।
মুখোমুখি লড়াইয়ে জয়-পরাজয়ের হিসেবে ইয়ূর্গেন ক্লপের লিভারপুলের বিপক্ষে পিছিয়ে আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে সর্বশেষ দেখায় জয় সিটির। দেখা যাক, আজ শেষ হাসি কার মুখে শোভা পায়।
এদিকে, স্প্যানিশ লা লিগার ম্যাচে আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। আজ জিতলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসতে পারবে জিনেদিন জিদানের দল। খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস ইতালিয়ান সিরি ‘আ’র ম্যাচ খেলবে লাজিওর বিপক্ষে।
ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি লিভারপুল লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটি