করোনা পরীক্ষায় পাস সাকিব
৮ নভেম্বর ২০২০ ১২:৩৬ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ১৫:২২
বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে করোনা পরীক্ষা করিয়েছিলেন সাকিব আল হাসান। ভাল খবর হল, তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
রোববার (৮ নভেম্বর) সারাবাংলাকে এখবর জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেছেন, ‘সাকিবের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।’
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের যে নিষেধাজ্ঞা সাকিবের ওপরে ছিল তা গত ২৯ অক্টোবর উঠে গেছে। নিষেধাজ্ঞা মুক্ত হয়ে চলতি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে ৫ নভেম্বর রাতে দেশে ফিরেছেন লাল সবুজের বিশ্ব নন্দিত এই অলরাউন্ডার।
টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল বিসিবি’র নেয়া ফিটনেস পরীক্ষায় তিনি অংশ নিবেন। ১১৩ ক্রিকেটারের এই ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে দুই দিন-সোম ও মঙ্গলবার।